ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন

জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২৩

জমি বিক্রি করে ১১ লাখ টাকা দিয়ে চার মাস আগে দোকান নেন মো. সজীব। ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলার ২৩০ নম্বর দোকান ছিল তার। গতকাল থেকে পুড়ে যাওয়া মার্কেট দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুড়ে যাওয়া মার্কেটের সামনে জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি।

মো. সজীব বলেন, ‘কেরানীগঞ্জে বাবার জায়গা বিক্রি করে দোকান নিয়েছি। দোকানে মাল ওঠাতে পারি না। এদিক সেদিক থেকে টাকা এনে ঈদের আগে মাল উঠাইছি। সামনে ঈদ, চিন্তা করছি বেচাকেনা করে মানুষজনকে টাকাগুলো দিয়ে দেবো।’

সজীব বলেন, ‘শুক্রবার রাতে দোকানদারি করে গেছি। এর আগে বেচাকেনা ছিল না। শুক্রবারেই কেবল বেচাকেনাটা শুরু হইছে। শুক্রবার থেকে এই ১০ দিন বেচাকেনা হবে। শুক্রবারে বেচাকেনা সাইরা রাত ৪টায় বাসায় গেছি। সকালে ফোন দিছে যে তোগো মার্কেট পুইড়া গেছে।’

তিনি বলেন, ‘আইসা দেখি আগুন জ্বলতেছে। আইসা ধরাইছি আগুনের তাপে দাঁড়াইতে পারি না। তারপরও কষ্ট কইরা ঢুকছি জীবনের ঝুঁকি নিয়া। ঢুইকা দেখি উপর থেকে গরম পানি আর কাঁচের টুকরা পড়তেছে। পরে আর সামনে যাইতে পারি নাই।’

সজীব বলেন, ‘টাকা-পয়সা আইনা মালগুলো ঢুকাইছিলাম। সেই টাকার কিছুই দিতে পারুম না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

আজও মার্কেটের সামনে আসার বিষয়ে তিনি বলেন, ‘সারা রাইতে ঘুমাইতে পারি নাই। বাসা থেকেও আসতে দিতেছে না। তাই জোর করেই এখানে আসছি কিছু একটা করে কি না। আমরা দেখেছি বঙ্গবাজারে দোকানদারদের অনেক সহযোগিতা করা হয়েছে। আমাদেরও যদি একটু সহযোগিতা করা হয় আর সবকিছু পরিষ্কার করে দোকান নিয়ে বসতে দেয় তাহলে আমরাও ঘুরে দাঁড়াতে পারবো।’

আরএসএম/এমএইচআর/জেআইএম

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা
  2. ০৬:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ একপাশে শোক-পোড়া কাপড়, অন্যপাশে কেনাকাটার ধুম
  3. ০৩:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২৭ জিডি
  4. ০৪:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ভাঙা সিঁড়িতে ঝুঁকি নিয়ে পথচারী পারাপার
  5. ০৩:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন ৯, মাঝারি ১৪ ও ঝুঁকিপূর্ণ ৩৪
  6. ০২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রেতার দেখা নেই
  7. ০১:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ পুড়ে যাওয়া মালামাল এখনও সরাচ্ছেন ব্যবসায়ীরা
  8. ১২:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
  9. ১২:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  10. ১২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ অগ্নিঝুঁকিতে ঢাকার ৫৫ শতাংশ ভবন
  11. ১১:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২৩ জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই
  12. ১০:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২৩ আলামত সংগ্রহে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট
  13. ১০:০৭ এএম, ১৬ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস
  14. ০৯:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ১৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ব্যবসায়ীদের বাধায় আটকে ছিল অপসারণ
  15. ০৯:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট
  16. ০৭:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পরিবেশ দূষণের জন্য প্রধানত ব্যবসায়ীরাই দায়ী: মনজিল মোরসেদ
  17. ০৭:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ৯ প্লাটুন আনসার মোতায়েন
  18. ০৫:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখছে র‌্যাব
  19. ০৫:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের
  20. ০৪:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা কলেজ ছাত্রলীগও যোগ দেয় নিয়ন্ত্রণে
  21. ০৪:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভিত্তিহীন সংবাদ-গুজব প্রচার না করার আহ্বান
  22. ০৪:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ আহত ৩৫ জন ঢামেকে ভর্তি
  23. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই’
  24. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ড রোধে সরকারের কোনো আগ্রহ নেই: ফখরুল
  25. ০৩:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমি তো ভিখারি হয়ে গেলাম, সব মালামাল পুড়ে ছাই’
  26. ০৩:৫৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একপাশে এখনো উড়ছে ধোঁয়া, অন্যপাশে বেচাকেনা শুরু
  27. ০৩:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
  28. ০৩:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের শতাধিক দোকানি
  29. ০৩:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা
  30. ০২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফের মানুষের বাসায় কাজ করতে হবে আলেয়ার
  31. ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ
  32. ০১:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
  33. ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘সব শেষ, বেতন বোনাস কার কাছে চাইবো’
  34. ০১:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ আহত ১৯
  35. ১২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘কাল ছিলাম কোটিপতি, আজ সব শেষ’
  36. ১২:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ
  37. ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক আগুন ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী
  38. ১০:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির
  39. ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে
  40. ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ তীব্র যানজট, গাড়ি চলছে কাঁটাবন-পলাশী রুটে
  41. ১০:১৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  42. ০৯:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘ঈদের আগে ফের মার্কেটে আগুন কেন’
  43. ০৯:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে
  44. ০৯:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সাড়ে ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
  45. ০৯:০৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সামনে ঈদ, ব্যবসায়ীদের কেন মারছেন?
  46. ০৮:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ভেতর যাচ্ছে ফায়ার সার্ভিসের স্পেশাল ফোর্স
  47. ০৮:৩২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত
  48. ০৮:২৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‍্যাব
  49. ০৮:২০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েই মালামাল বের করছেন ব্যবসায়ীরা
  50. ০৮:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী
  51. ০৮:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট