নিউ সুপার মার্কেট
১৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ব্যবসায়ীদের বাধায় আটকে ছিল অপসারণ
যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা ও অগ্নিঝুঁকির জন্য ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ঘোষণার পার হয়েছে ১৬ বছর। ২০১৬ সালের দিকে আরেকটি প্রতিবেদনেও মার্কেটটি খালি করতে বলা হয়। এরপরও ব্যবসায়ীদের বাধায় মার্কেটটি খালি করতে পারেনি ডিএসসিসি।
সংস্থাটির সংশ্লিষ্টদের দাবি, এতদিন ব্যবসায়ীদের বাধার কারণে মার্কেটটি খালি করা যায়নি। তাঁরা ঝুঁকিপূর্ণ পরিবেশেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনতলা মার্কেটটির ছাদ ও চারপাশের দেওয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা আগে থেকেই খসে পড়ছে। পিলারে ধরেছিল বড় বড় ফাটল। তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছিল ডিএসসিসি।
আরও পড়ুন>> মাঠ দখল করে গড়ে ওঠে বঙ্গবাজার, মার্কেট চান না এলাকাবাসী
এমন আশঙ্কার ১৬ বছর পর শনিবার (১৫ এপ্রিল) সকালে মার্কেটটিতে সত্যি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে কয়েকশ দোকান। আগুন লাগার কারণ নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, শনিবার ভোররাতে চন্দ্রিমা মার্কেট থেকে ঢাকা নিউ সুপার মার্কেটে যাওয়ার জন্য পদচারী সেতুটি ভাঙা শুরু করে ডিএসসিসি। এতে শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লাগে। এ ঘটনার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য এবং ব্যবসায়ীদের উচ্ছেদের অপতৎপরতা থাকতে পারে।
তবে পদচারী সেতু ভাঙার সঙ্গে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাতের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, এই পদচারী সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই গতকাল দিনগত রাতে সেটি ভাঙতে যায় ডিএসসিসির কর্মীরা। এর মধ্যে মার্কেটে আগুন লাগে। এখন ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, সেতুটি ভাঙার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। কিন্তু আমরা দেখেছি, পদচারী সেতুর সঙ্গে মার্কেটের বিদ্যুতের কোনো সংযোগ নেই।
আরও পড়ুন>> ‘একটি অরাজক চক্র গোটা রাজধানীকে অগ্নিগর্ভে পরিণত করছে’
তিনি বলেন, সম্প্রতি বঙ্গবাজারসহ ঢাকার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শুক্রবার (১৪ এপ্রিল) হাজারীবাগ ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। কয়েক দিন পরপর এ আগুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ২০০৭ সালে বুয়েটের এক প্রতিবেদনে মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তখন সংস্কারের উদ্যোগ নিয়েছিল ডিএসসিসি। কিন্তু ব্যবসায়ীদের বাধায় আর বাস্তবায়ন হয়নি। পরে নিজেরাই ছাদের খসে পড়া অংশ ও পিলারগুলো পলেস্তারা করেন দোকানিরা। এরপর ২০১৬ সালের ১৭ অক্টোবর আলাদা আরেকটি প্রতিবেদনে মার্কেটটি তিন সপ্তাহের মধ্যে খালি করতে সুপারিশ করে বুয়েট। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা তখনও বাধা দেন। এই মার্কেটে প্রায় এক হাজার ২৪৫টি দোকান রয়েছে।
ঢাকা নিউমার্কেটের পশ্চিম-উত্তর দেওয়াল ঘেঁষে রয়েছে এ মার্কেট। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঢাকা নিউমার্কেটের উত্তর-পশ্চিম পাশে লম্বালম্বি রয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ। তিনতলা পুরো মার্কেটটিতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানো। মার্কেটে নানা রকমের কাপড়, সিরামিক, কসমেটিকস, ইলেকট্রনিক্স পণ্যের দোকান রয়েছে। মার্কেটের ভেতরে তেমন কোনো ফাঁকা জায়গা নেই। এই মার্কেটে চলাচলের সবকটি পথ অবৈধ দোকানপাটের দখলে ছিল।
অগ্নিকাণ্ডের পর শনিবার সকালে ঢাকা নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, মার্কেটে সারা বছরই বেচাকেনা হয়। এমন অবস্থায় ২০১৬ সালে এ মার্কেট সংস্কার বা ভাঙার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু তখন বিদ্যমান ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। তাই মার্কেটটি ভাঙতে বাধা দিয়েছিলেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন>> বঙ্গবাজারের আগুনে ক্ষতি ৩০৩ কোটি টাকা
তিনি বলেন, ডিএসসিসির অধীনে অনেক মার্কেট রয়েছে। সংস্থাটি একটি মার্কেট নির্মাণ শুরু করলে গড়ে একযুগ সময় কাটিয়ে দেয়। কোনো কাজ সময়মতো শুরু বা শেষ করতে পারেনি। এমন বাস্তবতায় তখন নিউ সুপার মার্কেট ভাঙা বন্ধে বাধা দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে আজকের আগুন সন্দেহজনক। ব্যবসায়ীদের উচ্ছেদ করতে কেউ এ আগুন লাগিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শার্ট-প্যান্টের দোকান ছিল মতিউর তালুকদারের। আগুনে তার দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। শনিবার দুপুরে মতিউর বলেন, নিউ সুপার মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে যাতায়াতের জন্য একটি পদচারী সেতু রয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) দিনগত রাতে সেতুটি ভাঙতে যায় ডিএসসিসির কর্মীরা। এক পর্যায়ে ভোরে এই সেতু সংলগ্ন দোকান থেকেই আগুন লাগে। মুহূর্তে আগুন সব দোকানে ছড়িয়ে পড়ে। এখন এই পদচারী সেতু ভাঙার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্র জানায়, ছাদের পলেস্তারা খসে পড়া এবং পিলার ফেটে যাওয়ায় ২০০৭ সালে মার্কেটটি পরীক্ষার জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বুয়েট সবকিছু পরীক্ষা করে তা দ্রুত সংস্কার করার কথা বলেছিল। কিন্তু ওই সময় তা আর সম্ভব হয়নি। পরে ২০১৬ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ, বনলতা কাঁচাবাজার ও চন্দ্রিমা সুপার মার্কেট পরীক্ষা করা হয়। তিনটির মধ্যে ঢাকা নিউ সুপার মার্কেটই ধসে পড়া এবং আগুনের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়। তখন দুই দফায় ‘মার্কেটটি ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড লাগান ডিএসসিসির কর্মীরা। কিন্তু লাগানোর পরই তা খুলে ফেলেন দোকান মালিক সমিতির নেতারা। অথচ মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা খালি করতে প্রতিবেদনে নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন>> একপাশে এখনো উড়ছে ধোঁয়া, অন্যপাশে বেচাকেনা শুরু
গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। তিন হাজার ৮৪৫টি দোকান মালামালসহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয় ৩০৩ কোটি টাকার বেশি। এ মার্কেটটিও ২০১৯ সালে আগুন লাগার জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। এজন্য সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধার কারণে মার্কেটে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে পারেনি সিটি করপোরেশন।
২০১৫ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর তার সময়ে ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণে কী কী পদক্ষেপ নিয়েছিল তা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা হয়। এসময় তিনি ঢাকা নিউ সুপার মার্কেট নিয়েও কথা বলেন।
খোকন বলেন, আলাদা দুটি তদন্ত প্রতিবেদনে ঢাকা নিউ সুপার মার্কেটটি (দক্ষিণ) খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। সবশেষ বুয়েটের প্রতিবেদন অনুযায়ী, মার্কেটটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে- এমন মন্তব্য ছিল। তখন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মার্কেটটি খালি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধা ও এক অদৃশ্য শক্তির প্রভাবে মার্কেটটি আর ভাঙা যায়নি। আমি দায়িত্ব ছাড়ার পর বর্তমান কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে তা জানা নেই।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে ঢাকার বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড নাশকতা কি না তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ড ঘটছে। তাই আমরা শঙ্কিত নাশকতা কি না। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে গুরুত্ব সহকারে এটি খতিয়ে দেখার আহ্বান জানাই।
পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন মেয়র।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ২০১৬ সালেই ফায়ার সার্ভিস ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তখন সেটি নিরাপদ করতে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দেওয়া নির্দেশনার কিছু বাস্তবায়ন হলেও এটি সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে বলে মনে হয় না।
এমএমএ/এএসএ/জেআইএম
টাইমলাইন
- ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা
- ০৬:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ একপাশে শোক-পোড়া কাপড়, অন্যপাশে কেনাকাটার ধুম
- ০৩:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২৭ জিডি
- ০৪:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ভাঙা সিঁড়িতে ঝুঁকি নিয়ে পথচারী পারাপার
- ০৩:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন ৯, মাঝারি ১৪ ও ঝুঁকিপূর্ণ ৩৪
- ০২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রেতার দেখা নেই
- ০১:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ পুড়ে যাওয়া মালামাল এখনও সরাচ্ছেন ব্যবসায়ীরা
- ১২:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
- ১২:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ১২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ অগ্নিঝুঁকিতে ঢাকার ৫৫ শতাংশ ভবন
- ১১:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২৩ জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই
- ১০:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২৩ আলামত সংগ্রহে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট
- ১০:০৭ এএম, ১৬ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস
- ০৯:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ১৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ব্যবসায়ীদের বাধায় আটকে ছিল অপসারণ
- ০৯:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট
- ০৭:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পরিবেশ দূষণের জন্য প্রধানত ব্যবসায়ীরাই দায়ী: মনজিল মোরসেদ
- ০৭:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ৯ প্লাটুন আনসার মোতায়েন
- ০৫:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখছে র্যাব
- ০৫:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের
- ০৪:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা কলেজ ছাত্রলীগও যোগ দেয় নিয়ন্ত্রণে
- ০৪:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভিত্তিহীন সংবাদ-গুজব প্রচার না করার আহ্বান
- ০৪:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ আহত ৩৫ জন ঢামেকে ভর্তি
- ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই’
- ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ড রোধে সরকারের কোনো আগ্রহ নেই: ফখরুল
- ০৩:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমি তো ভিখারি হয়ে গেলাম, সব মালামাল পুড়ে ছাই’
- ০৩:৫৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একপাশে এখনো উড়ছে ধোঁয়া, অন্যপাশে বেচাকেনা শুরু
- ০৩:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
- ০৩:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের শতাধিক দোকানি
- ০৩:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা
- ০২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফের মানুষের বাসায় কাজ করতে হবে আলেয়ার
- ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ
- ০১:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
- ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘সব শেষ, বেতন বোনাস কার কাছে চাইবো’
- ০১:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ আহত ১৯
- ১২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘কাল ছিলাম কোটিপতি, আজ সব শেষ’
- ১২:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ
- ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক আগুন ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী
- ১০:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির
- ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে
- ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ তীব্র যানজট, গাড়ি চলছে কাঁটাবন-পলাশী রুটে
- ১০:১৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
- ০৯:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘ঈদের আগে ফের মার্কেটে আগুন কেন’
- ০৯:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে
- ০৯:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সাড়ে ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
- ০৯:০৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সামনে ঈদ, ব্যবসায়ীদের কেন মারছেন?
- ০৮:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ভেতর যাচ্ছে ফায়ার সার্ভিসের স্পেশাল ফোর্স
- ০৮:৩২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত
- ০৮:২৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র্যাব
- ০৮:২০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েই মালামাল বের করছেন ব্যবসায়ীরা
- ০৮:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী
- ০৮:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট