ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২৩

ঢাকায় ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ এপ্রিল) এই ইফতারে অংশ নেন বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ব্যক্তি, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ী, মিডিয়া ও সাংবাদিকসহ বাংলাদেশের বিশিষ্ট অতিথিরা।

এসময় হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনের ইফতারে বিএনপির চার নেতা

Iftar-2.jpg

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা 

হাইকমিশনার বলেন, এই ইফতার জমায়েত গভীর বন্ধনের প্রতীক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন। একইসঙ্গে উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্প প্রদর্শন করে।

জেডএইচ/এমএস