ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবিবাহিত মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মোবাইল ব্যবহার করে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৩

বাংলাদেশে এখন প্রায় প্রতি পরিবারেই রয়েছে মোবাইল। এরমধ্যে ১৫-১৯ বছরের ছেলেমেয়েদের মাঝে বেড়েছে মোবাইল ব্যবহার। তবে অবিবাহিত মেয়েদের তুলনায় ৩৯ শতাংশ বেশি মোবাইল ব্যবহার করে ছেলেরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর হোটেল রেডিসনে ব্লুতে বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২-এর প্রাথমিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়।

আরও পড়ুন: দিনের কতটুকু সময় ব্যয় হয় মোবাইল অ্যাপে?

জরিপে দেখা যায়, অবিবাহিত ছেলে ও মেয়েদের মাঝে মোবাইল ব্যবহারে বড় পার্থক্য রয়েছে। অবিবাহিত মেয়ে যাদের বয়স ১৫-১৯ বছর, তাদের ২৯ শতাংশ ব্যবহার করে মোবাইল। অন্যদিকে একই বয়সের অবিবাহিত ছেলেদের ৬৮ শতাংশ মোবাইল ব্যবহার করে।

আরও পড়ুন: সবসময় মোবাইল ব্যবহার করে নিজের যে ক্ষতি করছেন

দেশের ৯৮ শতাংশ পরিবারেই রয়েছে মোবাইল ফোন। এছাড়া সম্প্রতি বিয়ে করেছে এমন নারীদের মাঝে যাদের বয়স ১৫-৪৯ বছর, তাদের ৬৮ শতাংশই ব্যবহার করেন মোবাইল।

এএএম/জেডএইচ/এএসএম