ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হবে ডিএনসিসি: আতিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ এপ্রিল ২০২৩

নগরের পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া সিটি করপোরেশনের আর বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১০ এপ্রিল) দুপুরে মগবাজার উড়ালসড়কের খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম জানান, বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড, ভবন ধসের ঘটনা ঘটছে। পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দেবো।

তিনি বলেন, মালিক সমিতিকে অনুরোধ করছি আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। ক্রেতাদের অনুরোধ করছি এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন।

ডিএনসিসি কারওয়ান বাজার স্থানান্তরে কাজ শুরু করেছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার এবং ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভাঙার আগে ব্যবসায়ীদের স্থানান্তর অথবা নতুন মার্কেট নির্মাণ করে দেবো। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

এমএমএ/এমআইএইচএস/এমএস