ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সায়েদাবাদে ঈদের আগাম টিকিটে সাড়া নেই যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। তবে রাজধানীর সায়েদাবাদে বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ব্যস্ততা তেমন চোখে পড়ছে না। অধিকাংশ কাউন্টারই ফাঁকা।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, শ্যামলী, হানিফসহ অধিকাংশ কাউন্টারে আগাম টিকিট বিক্রি হচ্ছে না। ইউনিক, সৌদিয়াসহ কয়েকটি কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের সাড়া কম।

আরও পড়ুন> সার্ভার সমস্যায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

জানা গেছে, ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর ধরে (চাঁদ দেখা সাপেক্ষে) বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট।

সায়েদাবাদে ঈদের আগাম টিকিটে সাড়া নেই যাত্রীদের

সায়েদাবাদ ইউনিক বাস কাউন্টারের শাহের আলী জাগো নিউজকে বলেন, ‘আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আমরাও আগাম টিকিট বিক্রি করছি। যাত্রীরা এলে শুধু ফোন করে জিজ্ঞেস করছে আমরা আগাম টিকিট ছেড়েছি কি না। তবে দু-একজন ছাড়া কেউ টিকিট নেয়নি। আমাদের বাড়তি গাড়ি আছে ও বিকল্প ব্যবস্থা আছে। তাই আমরা আগাম টিকিট বিক্রি করতে পারি। কোন জায়গায় যানজট হলে গাড়ি যদি আসতে বিলম্ব হয় সেক্ষেত্রে বিকল্প আমরা কি করবো সেটিও আমরা পরিকল্পনা করে রেখেছি।’

আরও পড়ুন> ঈদের অগ্রিম টিকিট: এ যেন অচেনা কমলাপুর স্টেশন

সাকুরা বাস কাউন্টারের সেলস এক্সিকিউটিভ মো. বাবুল জাগো নিউজকে বলেন, ‘আমরা ঈদের আগাম টিকিট অনলাইনে দিয়ে দিয়েছি। আমাদের ইতোমধ্যে অনেক টিকিট শেষও হয়ে গেছে। আমাদের কাউন্টারে টিকিট দিয়েছে কম, কাউন্টারে তো লোকজন দুর্নীতি করে টিকিট থাকলেও দেয় না। এজন্যই অনলাইনে পুরো টিকিট দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ টিকিট পায়।’

সায়েদাবাদে ঈদের আগাম টিকিটে সাড়া নেই যাত্রীদের

এদিকে, অনেক কাউন্টারে আগাম টিকিট বিক্রি হচ্ছে না। রাস্তায় যানজটে শিডিউল বিপর্যয়ের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি করছেন না অনেকে, বলছেন সংশ্লিষ্টরা।

সায়েদাবাদে ঈদের আগাম টিকিটে সাড়া নেই যাত্রীদের

হানিফ ৫ নম্বর কাউন্টারের ম্যানেজার মো. ইকবাল জাগো নিউজকে বলেন, ‘আমাদের কাউন্টারে ঈদের টিকিট নিয়ে বাড়তি চাপ নেই। আমরা আগাম টিকিটও বিক্রি করছি না। আমরা সেভাবে আগাম বিক্রিও করবো না। কারণ দেখা যায় যে ঈদের সময় গাড়ির সময় দিয়েছি সকাল ৯টা, সেসময় গাড়ি যানজটে হয়তো পড়ে থাকবে পোস্তাগোলা। তখন আরেক ধরনের সমস্যা হয়। তাই ঈদের সময় তাৎক্ষণিক টিকিট বিক্রি করি। গতবারও আমরা আগাম টিকিট বিক্রি করিনি। এবারও বেচুম না।’

আইএইচআর/এসএনআর/জেআইএম