ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশাসন ক্যাডারে ২৯০ জনকে পদায়ন

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৭ জুলাই ২০১৪

৩৩তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের ২৯০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের পদায়নের আদেশ দেন।
 
আগামী ৭ আগস্ট নামের পাশে বর্ণিত বিভাগে কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

গত ১০ জুলাই সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশে ৩৩তম বিসিএসে আট হাজার ১০৫ জনকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ছয় হাজার ৩৩ জনকে স্বাস্থ্য ক্যাডার এবং দুই হাজার ৭২ জনকে সাধারণ ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।