ঈদে পদ্মা সেতুতে বাইক চলাচলের দাবিতে সমাবেশ
আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত করা এবং সড়ক-মহাসড়কে বাইক লেনের দাবিতে সমাবেশ ও র্যালি করেছে সেভ দ্য রোড। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। তিনি বলেন, বাইকারদের জন্য বাইক লেন হলে পথ দুর্ঘটনা অনেক কমে যাবে।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশে সড়কপথকে দুর্ঘটনামুক্ত করা প্রধানমন্ত্রীর এক মিনিটের ব্যাপার। তিনি নির্দেশনা দিলেই বাইক লেন হবে, আর বাইক লেন হলেই সড়কপথ থাকবে দুর্ঘটনামুক্ত।
সমাবেশের প্রধান বক্তা সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, বাইকারদের জীবন রক্ষার জন্য বাইক লেন, কঠোর নির্দেশনা ও পুলিশ-প্রশাসন-সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। রক্ত পানি করা টাকায় যারা বাইক কেনেন, অনুমোদন নেন, ড্রাইভিং লাইসেন্স নেন এবং সরকারের ট্যাক্স-ভ্যাট পরিশোধ করেন, তাদের কখনোই নিষিদ্ধ করা যাবে না।
তিনি বলেন, সড়ক-মহাসড়ক-সেতুতে বাইক লেন বাস্তবায়নের পাশাপাশি পদ্মা সেতুতে বাইক চলাচল উন্মুক্ত করলে কোটি কোটি টাকা রাজস্ব পাবে সরকার। বাইকারদের কথা ভেবে উদ্ভট সিদ্ধান্ত থেকে সরে এসে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ; সংশ্লিষ্টদের প্রতি বাইকারবান্ধব সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আবারও বাইক লেন কার্যকরের দাবি জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, মো. রিয়াদ, মো. উজ্জ্বল. মো. মুরাদ, মো. মিরাজ, মো. মনিরুজ্জামান প্রমুখ।
বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে টিআরইউবি সদস্যদের শুভেচ্ছা বিনিময়
- ২ বায়ুদূষণ রোধে অভিযানে ২০ ইটভাটাকে কোটি টাকার বেশি জরিমানা
- ৩ তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪ রেমিট্যান্স-দেশ পরিচালনায় ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি
- ৫ ভারত থেকে ফিরিয়ে আনা হলো দুই ট্রলারসহ ৯০ জেলে ও নাবিককে