ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবাজারে আগুন, কী প্রভাব পড়বে ঈদ বাজারে?

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

দেশের পোশাকের অন্যতম বড় পাইকারি মার্কেট বঙ্গবাজার এখন আগুনে পোড়া এক খণ্ড ধ্বংসস্তূপ। মঙ্গলবারের ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে দুই হাজারের বেশি দোকান। ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকার। ঈদের আগে এ ধরনের অগ্নিকাণ্ড দেশের ঈদ বাজারে প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষত ভারতীয় পোশাক ও ছেলেদের পোশাকের দাম বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা।

তারা বলছেন, বঙ্গবাজার দেশের অন্যতম বড় পাইকারি মার্কেট। সারাদেশের ব্যবসায়ীরা বঙ্গবাজার থেকে পোশাক সংগ্রহ করেন। বিশেষ করে ভারতীয় পোশাকের বড় জোগানদাতা বঙ্গবাজারের ব্যবসায়ীরা। এছাড়া ছেলের পোশাক ও জিন্স প্যান্টের বড় জোগান আসে বঙ্গবাজার থেকে। ঈদের আগে এই মার্কেট আগুনে পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পোশাকের দাম বেড়ে যাবে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে: প্রধানমন্ত্রী

jagonews24

তারা আরও বলছেন, ঈদ উপলক্ষে খুচরা ব্যবসায়ীরা এরই মধ্যে দোকানে নতুন মাল উঠিয়েছেন। কিন্তু সব মাল এক সঙ্গে তোলা সম্ভব হয় না। বিক্রি পরিস্থিতির ওপর নির্ভর করে গোডাউন থেকে শোরুমে মাল নিয়ে আসা হয়। সাধারণত ঈদ উপলক্ষে দোকানে যে মালামাল তোলা হয় চাঁদরাতের মধ্যেই তার প্রায় সম্পূর্ণ অংশ বিক্রি হয়ে যায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদকেন্দ্রিক পোশাকের বিক্রি এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে মূল বিক্রি এখনো শুরু হয়নি। আগামী সপ্তাহ থেকে অর্থাৎ পনেরো রোজার পর থেকে ঈদের মূল বেচাকেনা শুরু হতে পারে। ঈদের মূল বিক্রি শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে বঙ্গবাজারের আগুন ঈদ বাজারে কতটা প্রভাব ফেলছে।

আরও পড়ুন: আগুন নির্বাপণে এখনো কাজ করছে ১২ ইউনিট: ফায়ার ডিজি

গতকাল মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে বঙ্গবাজারে। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়। আগুন নেভাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টারও। নির্বাপণ কাজে ছিলেন র্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও।

jagonews24

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, আগুনে প্রায় সাড়ে পাঁচ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন>> ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে অনুদান দেবেন প্রধানমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সহায়-সম্বল হারিয়ে পথে বসা ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

jagonews24

বঙ্গবাজারের এই আগুনের ঘটনা ঈদ বাজারে কী ধরনের প্রভাব ফেলবে, জানতে চাইলে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী মো. জসিম জাগো নিউজকে বলেন, বঙ্গবাজার দেশের অন্যতম বড় পাইকারি মার্কেট। দেশের সব জায়গার ব্যবসায়ীরা বঙ্গবাজার থেকে মালামাল কেনেন। এই মার্কেটে আগুন লাগা স্বাভাবিকভাবেই ঈদ বাজারে প্রভাব ফেলবে।

তিনি বলেন, ইসলামপুর ও কেরানীগঞ্জ থেকেও ব্যবসায়ীরা মালামাল সংগ্রহ করেন। কিন্তু ওসব বাংলা মাল। ভারতীয় পোশাকের জন্য বঙ্গবাজারে যেতে হয়। তাছাড়া জিন্স প্যান্ট ও ছেলেদের পোশাকও বঙ্গবাজার থেকে সংগ্রহ করেন খুচরা ব্যবসায়ীরা। সুতরাং এবার এসব পোশাকের দাম বেড়ে যেতে পারে। এমনকি ঈদ বাজারে পোশাকের সংকটও দেখা দিতে পারে।

আরও পড়ুন: বঙ্গবাজারে আজও কোথাও কোথাও জ্বলছে আগুন

jagonews24

এই মার্কেটের আরেক ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, এবার পোশাকের দাম এমনিতেই বেশি। এরমধ্যে বঙ্গবাজারে আগুনের ঘটনা ঘটলো। এতে পোশাকের দাম আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে ভারতীয় পোশাক ও ছেলেদের পোশাকের দাম বাড়ার সম্ভাবনা আছে। আর ভারতীয় পোশাকের দাম বাড়লে দেশি পোশাকের দামও বাড়বে।

তিনি বলেন, ঈদের আগে আর যে কয়দিন আছে তাতে নতুন করে এলসি খুলে মালামাল আমদানি করা সম্ভব নয়। সুতরাং এবার ঈদ বাজারে পোশাকের টানাটানিও পড়তে পারে। তবে বঙ্গবাজারের আগুন ঈদ বাজারে কতটা প্রভাব ফেলবে তা আগামী সপ্তাহ শেষে বোঝা যাবে। কারণ, ঈদের মূল বিক্রি আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

আরও পড়ুন>> মধ্যরাতেও কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০ ইউনিট

jagonews24

নিউমার্কেটের ব্যবসায়ী মো. খায়রুল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা বঙ্গবাজার থেকে কোনো মাল আনি না। তবে পোশাকের বাজারে বঙ্গবাজারের একটা প্রভাব আছে। ঈদের আগে বঙ্গবাজার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ বাজারে এর একটা প্রভাব তো পড়বেই। তবে কতটা প্রভাব পড়বে এখনই বলা যাচ্ছে না।

গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী মো. আলমগীর বলেন, আমরা খুচরার তুলনায় পাইকারিই বেশি বিক্রি করি। ঢাকার বাইরের ক্রেতারা এরই মধ্যে ঈদ বাজারের পণ্য কিনে নিয়ে গেছেন। ঢাকার ব্যবসায়ীরা এখনো কিনছেন।

আরও পড়ুন>> দোকান মালিকদের বাধায় ঝুঁকিপূর্ণ বঙ্গবাজার ভাঙা যায়নি: তাপস

বঙ্গবাজারের আগুন ঈদ বাজারে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বঙ্গবাজারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে বঙ্গবাজার পোশাকের বড় পাইকারি মার্কেট। সেই মার্কেটের সব মাল আগুনে পুড়ে গেছে। ঈদ বাজারে এর একটা প্রভাব তো অবশ্যই পড়বে। বঙ্গবাজার থেকে যেসব মাল বেশি জোগাদ দেওয়া হয়, সেগুলোর দাম বেড়ে যাবে।

jagonews24

রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ী সুমন বলেন, জিন্স প্যান্ট ও নারীদের ভারতীয় থ্রি-পিস আমরা বঙ্গবাজার থেকে সংগ্রহ করি। ঈদকেন্দ্রিক নতুন মাল এরই মধ্যে নিয়ে এসেছি। মাল আরও লাগবে কি না তা বিক্রি পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে এটুকু ধারণা করতে পারি যে, বিক্রি বেড়ে গেলে এবার পোশাকের দামও বাড়বে। কারণ বঙ্গবাজারের মাল সব নষ্ট হয়ে গেছে। এখন বাজারে এর প্রভাব কতটা পড়ে সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন>> জাগো নিউজের সংবাদ দেখিয়ে যা বললেন ফায়ারের ডিজি

এই মার্কেটের আরেক ব্যবসায়ী হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনা ঈদ বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ, বঙ্গবাজার হলো পাইকারি মার্কেট। ঢাকার বাইরের ব্যবসায়ীরা এরই মধ্যে ঈদকেন্দ্রিক পণ্য কিনে নিয়ে গেছেন। ঢাকার ব্যবসায়ীরাও ঈদের মাল দোকানে তুলেছেন। সুতরাং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঈদ বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়। তবে মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়তে পারে।

এমএএস/এমকেআর/এমএস

টাইমলাইন

  1. ০৬:০৯ পিএম, ১২ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দুই কোটি টাকা দেবে ডিএসসিসি
  2. ০৫:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুনে ক্ষতি ৩০৩ কোটি টাকা
  3. ০২:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ১
  4. ০১:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩ চৌকি বসিয়ে ব্যবসার সুযোগ দিতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার
  5. ০৯:০৭ এএম, ১১ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত, আজ প্রতিবেদন দেবে ডিএসসিসির কমিটি
  6. ০১:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২৩ ঈদ ভ্রমণের ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের দিলো আপন জুয়েলার্স
  7. ১২:৫৬ পিএম, ১০ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ব্যবসায়ীদের ৯১ হাজার টাকা দিলেন দুই নারী
  8. ১২:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে বুধবার থেকে চৌকি দিয়ে দোকান বসানো হবে: মালিক সমিতি
  9. ১০:১৮ এএম, ১০ এপ্রিল ২০২৩ আগুনে পোড়া শাড়ি দিয়ে চিত্রকর্ম বানাচ্ছে বিদ্যানন্দ
  10. ০৫:২৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ঈদের আগে ব্যবসায়ীদের সাড়ে ৭ হাজার করে টাকা দেবে জেলা প্রশাসন
  11. ০৪:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ অনুদানের টাকা পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের
  12. ০১:৫৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ লাখ টাকা দিলো ভোক্তা অধিদপ্তর
  13. ০১:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা
  14. ১২:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ব্যবসায়ীদের দুই লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের আলেয়া
  15. ০২:২৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ কুড়িয়ে পাওয়া পোশাকে ছিন্নমূলরাও এখন ‘ব্যবসায়ী’
  16. ০১:৫৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে
  17. ০১:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ আজ পরিষ্কার হলে কালই বঙ্গবাজারে বসতে পারবে দোকান
  18. ১১:৫৬ এএম, ০৮ এপ্রিল ২০২৩ ভোক্তা অধিদপ্তরের একদিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে
  19. ১১:০৩ এএম, ০৮ এপ্রিল ২০২৩ পঞ্চম দিনেও পোড়া মার্কেটে উঠছে ধোঁয়া
  20. ১০:১৭ এএম, ০৮ এপ্রিল ২০২৩ জেলা প্রশাসনে তথ্য দিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘ লাইন
  21. ০৯:০৬ এএম, ০৮ এপ্রিল ২০২৩ এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন
  22. ০১:২৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৩ নিজের দোকানে এসে কান্নায় ভেঙে পড়লেন মোহাম্মদ আলী
  23. ০১:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসে হামলা-গাড়ি ভাঙচুর, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
  24. ১১:১৬ এএম, ০৭ এপ্রিল ২০২৩ পোড়া মার্কেট থেকে চতুর্থ দিনেও উঠছে ধোঁয়া
  25. ০৮:২৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিপুণ
  26. ০৭:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘মালিক তো নিঃস্ব, ঈদে বেতন-বোনাস চাইবো কোন মুখে’
  27. ০৬:২১ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ তালিকায় নাম লেখাতে ক্ষতিগ্রস্তদের উপচেপড়া ভিড়
  28. ০৫:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পাশেই অস্থায়ী বুথ, নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ
  29. ০৫:৪৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আলামত সংগ্রহ করলো সিআইডির ক্রাইম সিন টিম
  30. ০৫:১৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে বিএনপির নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: কাদের
  31. ০৫:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ হামলা-কাজে বাধা দেওয়ার মামলায় ৩ জন রিমান্ডে
  32. ০৩:২২ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ হামলা-কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
  33. ০১:৩৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘আত্মীয়-স্বজনের ইফতারি-খাওন দিয়া কয়দিন চলুম’
  34. ১২:৩৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ খুলে দেওয়া হয়েছে বঙ্গবাজারের দুপাশের সড়ক
  35. ১২:২৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘ক্ষতিগ্রস্তরা ঈদের আগেই ব্যবসা শুরু করতে পারবেন’
  36. ১২:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনের ঘটনায় জাতীয় সংসদে শোক
  37. ১১:৫০ এএম, ০৬ এপ্রিল ২০২৩ পুলিশের নিয়ন্ত্রণে বঙ্গবাজার, আজও উঠছে ধোঁয়া
  38. ০৯:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন মিম
  39. ০৬:৪৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ
  40. ০৬:১৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী
  41. ০৪:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে
  42. ০৪:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জায়েদ খান
  43. ০৩:১৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ পূর্বেকার পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে নতুন মার্কেট করা হবে
  44. ০৩:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পোড়া লুঙ্গি এক লাখ টাকায় কিনলেন তাহসান
  45. ০২:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন, কী প্রভাব পড়বে ঈদ বাজারে?
  46. ০১:৫৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে অনুদান দেবেন প্রধানমন্ত্রী: তাপস
  47. ০১:৪৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ আগুন নির্বাপণে এখনো কাজ করছে ১২ ইউনিট: ফায়ার ডিজি
  48. ০১:১০ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছেন এনেক্সকো টাওয়ারের ব্যবসায়ীরা
  49. ১২:৫৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ঘটনা একটা দুর্ঘটনা: মির্জা আব্বাস
  50. ১২:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  51. ১১:২৯ এএম, ০৫ এপ্রিল ২০২৩ প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা
  52. ১০:১৭ এএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আজও কোথাও কোথাও জ্বলছে আগুন
  53. ০৯:৫২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ শুধু দোকান নয়, পুড়েছে হাজারো পরিবারের স্বপ্ন
  54. ০৮:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ রাতেও মালামাল নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা
  55. ০৮:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ এখনো নেভেনি এনেক্সকো ভবনের আগুন
  56. ০৭:৫৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
  57. ০৭:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ৭ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু
  58. ০৭:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ
  59. ০৭:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঢাকা দক্ষিণ সিটির ৮ সদস্যের তদন্ত কমিটি
  60. ০৭:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘সুষ্ঠু তদন্ত ও গাফিলতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’
  61. ০৭:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ পোড়া কাপড়ের স্তূপে ভালো কাপড় খুঁজছে ছিন্নমূল মানুষ
  62. ০৫:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিএনপির উদ্বেগ
  63. ০৫:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দোকান থেকে বের করে আনা শেষ সম্বলটুকুও হচ্ছে চুরি
  64. ০৫:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ জাগো নিউজের সংবাদ দেখিয়ে যা বললেন ফায়ারের ডিজি
  65. ০৫:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: এফবিসিসিআই-ডিসিসিআই’র দুঃখ প্রকাশ
  66. ০৫:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দোকান মালিকদের বাধায় ঝুঁকিপূর্ণ বঙ্গবাজার ভাঙা যায়নি: তাপস
  67. ০৪:৪২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বৈঠকে বসেছেন মেয়র তাপস ও দুর্যোগ প্রতিমন্ত্রী
  68. ০৪:৩৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে আহত ৫ জন ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি
  69. ০৪:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘এখন মাল নিমু কই, জানি না’
  70. ০৪:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ৫টি ওয়াটার ক্যানন ও ২ হাজার পুলিশ কাজ করেছে: আইজিপি
  71. ০৪:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েও মালামাল রক্ষা হলো না
  72. ০৪:০১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বেঁচে যাওয়া শেষ সম্বলটুকু উদ্ধারের চেষ্টায় ব্যবসায়ীরা
  73. ০৩:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ কালও দুই লাখ টাকার মাল উঠাইছি, সব শেষ
  74. ০৩:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘চারটা দোকান শ্যাষ আমগো, নিঃস্ব হয়ে গেছি’
  75. ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ এখনো পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন
  76. ০২:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ উদ্ধারকাজে এলো শিশু-কিশোররাও
  77. ০২:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘মালামাল ঠিক আছে কি না চোখে না দেখলে শান্তি নেই’
  78. ০২:২৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন
  79. ০১:৪৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ যে ৩ কারণে আগুন নেভাতে দেরি
  80. ০১:২২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ পাঁচ থেকে ছয় হাজার দোকান পুড়ে ছাই: মালিক সমিতি
  81. ০১:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দুই দোকান পুড়ে ছাই, গোডাউনের মাল নিয়ে রাস্তায় হাসান
  82. ০১:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
  83. ০১:১০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ছবিতে বঙ্গবাজারের আগুন: ৪ মার্চ, ২০২৩
  84. ১২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের আহত তিন সদস্য শঙ্কামুক্ত
  85. ১২:৪৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘আমার ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে, নিঃস্ব হয়ে গেছি’
  86. ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি
  87. ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘ভাবছিলাম ঈদে ভালো ব্যবসা হবে, আগুনেই সব শেষ’
  88. ১২:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ৬ প্লাটুন আনসার মোতায়েন
  89. ১২:১০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী
  90. ১১:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন পুড়ে ছাই
  91. ১১:৩৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে আগুন
  92. ১১:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন ফায়ার ফাইটাররা
  93. ১১:০৯ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ছে মহানগর শপিং কমপ্লেক্সে
  94. ১১:০৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা
  95. ১১:০৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩ স্মরণকালের ভয়াবহ আগুন বঙ্গবাজারে
  96. ১০:৫৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত
  97. ১০:৫৪ এএম, ০৪ এপ্রিল ২০২৩ যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়
  98. ১০:৫৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ কিছু মালামাল বাঁচানোর আপ্রাণ চেষ্টা
  99. ১০:৪৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ব্যবসায়ী নাঈমের দাবি ‘ষড়যন্ত্র হয়েছে’
  100. ১০:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ সর্বস্বান্ত ওমর ফারুক, দুই হাত তুলে মোনাজাত
  101. ১০:২৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন ছড়িয়ে পড়তে পারে পুলিশ সদরদপ্তরেও
  102. ১০:২৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিস অফিসে হামলা
  103. ১০:২৫ এএম, ০৪ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ
  104. ১০:১৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি
  105. ০৯:৪৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি আগুন
  106. ০৯:৪০ এএম, ০৪ এপ্রিল ২০২৩ হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে বিমানবাহিনী
  107. ০৯:৩৫ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুনের তীব্রতা বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট
  108. ০৯:০৪ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ঝুঁকি নিয়েই মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা
  109. ০৯:০১ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
  110. ০৮:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ পানির সংকটে ফায়ার সার্ভিস
  111. ০৮:৫২ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই, দিশেহারা ওমর ফারুক
  112. ০৮:২৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঘটনাস্থলে সেনাবাহিনী
  113. ০৮:০০ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঘটনাস্থলে যাচ্ছে ঢাকা ও আশপাশের সব ইউনিট
  114. ০৭:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট