ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

শুধু দোকান নয়, পুড়েছে হাজারো পরিবারের স্বপ্ন

তৌহিদুজ্জামান তন্ময় | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি করে বঙ্গবাজারে ছুটে আসেন ব্যবসায়ী মো. ওমর ফারুক। এসে দেখেন মার্কেটে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুনে শুধু দোকান নয়, পুড়ছিল হাজারো পরিবারের স্বপ্ন আর ঘাম ঝরানো রক্ত। আগুনের এ ভয়াবহতা আর নিজের পরিবারের ভবিষ্যতের চিন্তায় দুই হাত তুলে মোনাজাত করে হাউমাউ করে কাঁদতে থাকেন ওমর ফারুক।

কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, বঙ্গবাজার মার্কটে তার চারটি দোকান ছিল। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চারটি দোকানে গত সপ্তাহে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল তুলেছেন। কিছুদিনের মধ্যে বিক্রি শুরু হলে দোকানের সব মালামাল ভালো লাভে বিক্রি করতে পারতেন বলে জানান তিনি।

আরও পড়ুন: এখনো নেভেনি এনেক্সকো ভবনের আগুন

কিন্তু আগুন সব পুড়ে ছারখার হয়ে গেছে জানিয়ে এই ব্যবসায়ী বলেন, করোনার সময় ব্যবসা ভালো হয়নি। এজন্য এবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ও গ্রামে কিছু জমি বন্ধক রেখে মালামাল তুলেছিলাম। এখনতো আমার কিছুই রইলো না। না আছে দোকান, না আছে মালামাল। আমি কোথায় যাবো, কী করবো?

ঈদের বাকি আর ১৭/১৮ দিন। মুসলমানদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে ঘিরে বঙ্গবাজারের সব দোকানেই বিপুল পরিমাণ কাপড় মজুত করেছিলেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে হঠাৎ এই মার্কেটে ভয়াবহ আগুন লাগে। যা পরে ছড়িয়ে পড়ে বঙ্গমার্কেটের সঙ্গে লাগোয়া মহানগর শপিং মার্কেট, আদর্শ মার্কেট, ইসলামিয়া ও এনেক্সকো টাওয়ারে। এসব মার্কেটে আগুন লেগে তছনছ হয়ে যায় কয়েক হাজার ব্যবসায়ীর দোকান। এ আগুনে শুধু দোকান নয়, পুড়েছে হাজারো পরিবারের স্বপ্ন আর ঘাম ঝরানো রক্ত।

আরও পড়ুন: পোড়া কাপড়ের স্তূপে ভালো কাপড় খুঁজছে ছিন্নমূল মানুষ

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান চোখের সামনে পুড়ে ছাই হতে দেখেন মুক্তা গার্মেন্টসের মালিক মনির হোসেন। কান্নাজড়িত কণ্ঠে জাগো নিউজকে তিনি বলেন, খবর শুনেই এসে দেখি আগুন আর আগুন, আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই।

pic-5.jpg

ঈদ টার্গেট করে ৪৮ লাখ টাকার শাড়ি বঙ্গবাজার মার্কেটের দোকানে তুলেছিলেন তিনি। এছাড়া এনেক্সকো টাওয়ারে শাড়ির গুদামে ৬৭ লাখ টাকার মালামাল ছিল। এ বিষয়ে মনির হোসেন বলেন, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে নিজ এলাকা থেকে জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ঈদ উপলক্ষে মালামাল তুলেছি। সব শেষ।

শুধু ওমর ফারুক কিংবা মনির হোসেন নয়, তাদের মতো পাঁচ হাজার ব্যবসায়ীর এখন একই অবস্থা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদ উপলক্ষে তারা অনেক মালামাল ক্রয় করেছিলেন। সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও পুলিশ প্রশাসনের সদস্যদের চেষ্টায় অনেকে মালপত্র উদ্ধার করে সরিয়ে নিতে পেরেছেন, তারপরও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ

ফুপিয়ে কাঁদতে কাঁদতে হাসান গার্মেন্টসের মালিক ইয়াসিন আহমেদ জাগো নিউজে বলেন, ‘ও ভাই, কিছু নাই, সব পুইড়া শ্যাষ। কয়েকদিন আগে গোডাউনে ৭৫ লাখ টাকার মাল তুলছি। আমার দুই কোটি টাকার মালামাল পুইড়া ছাই হয়ে যাচ্ছে। গোডাউন, দোকান সব শেষ। আমি কী করবো?’

রিয়াজুল গার্মেন্টস, খান ফ্যাশন, এস এ গার্মেন্টস, খান শাড়ি বিতানসহ বঙ্গমার্কেটে ৫টি দোকান ছিল ব্যবসায়ী মো. মামুনের। ঈদকে সামনে রেখে ৫টি দোকানে ১০ কোটি টাকার মালামাল তুলেছিলেন তিনি। কিন্তু আগুনে এক নিমিষেই সব শেষ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এ ব্যবসায়ী কাঁদছিলেন আগুন থেকে বাঁচাতে পারা অল্পকিছু মালামালের বস্তার ওপর বসে।

pic-5.jpg

ব্যবসায়ী মামুন বলেন, আমার জীবনের সব উপার্জন যে আগুনে পুড়ে গেলো, এই ক্ষতির দায় নেবে কে? কে আমার ঋণ পরিশোধ করবে? আমার তো কিছুই নেই। সব শেষ হয়ে গেছে।

আরও পড়ুন: দোকান থেকে বের করে আনা শেষ সম্বলটুকুও হচ্ছে চুরি

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশে ফুটপাতে কথা হয় নিউ ফ্যাশন নামে একটি দোকানের কর্মচারী জামিল হাসানের সঙ্গে। জাগো নিউজকে জামিল বলেন, আগুনে পুড়ে যাওয়া মার্কেটগুলোতে ৫০ হাজারের বেশি কর্মচারী রয়েছে। অধিকাংশ দোকানের কর্মচারী গত মাসের বেতনও পায়নি। এর মধ্যে আগুনে সব পুড়ে গেছে। এখন দোকান মালিক কবে গত মাসের বেতন দেবেন সেটাও জানি না। এছাড়া ঈদের আগে মার্কেট ঠিক করা সম্ভব হবে কি না, দোকান আবার খুলবে কি না সেটাও জানি না। এই অবস্থায় আমরা কীভাবে ঈদ করবো বলেন ভাই? কীভাবে ঘর ভাড়া দেবো, কীভাবে ছেলে-মেয়ে, মা-বাবাকে টাকা পাঠাবো?

দীর্ঘদিন ধরে অল্প অল্প করে জমানো টাকা ১৭ বছর আগে একমাত্র ছেলের হাতে তুলে দিয়েছিলেন তাজুন্নেসা বেগম। ওই টাকা দিয়ে ছেলে কামরুজ্জামান রনি বঙ্গবাজার কমপ্লেক্সে একটি ছোট্ট দোকানে শুরু করেছিলেন পাইকারি পোশাক ব্যবসা। মায়ের জীবনের সঞ্চয়ের মূলধনে ব্যবসা শুরু করা রনি দোকানের নাম দিয়েছিলেন তাজ ফ্যাশন। ১৭ বছর ধরে এই দোকানটিই রনির পরিবারের একমাত্র আর্থিক অবলম্বন। অসুস্থ বাবার চিকিৎসাও চলছিল এর আয় থেকে।

আগুনে এই একটিমাত্র দোকান হারিয়ে রনি হতবিহ্বল। খবর পেয়ে পথে বসা ছেলের কাছে ছুটে আসেন মা তাজুন্নেসা। খোলা আকাশের নিচে বসে অনিশ্চিত ভবিষ্যতের বিলাপ করতে করতে কিছুক্ষণ পর পর চোখ মুছছিলেন তিনি, তা দেখে ডুকরে কেঁদে চলছিলেন রনি।

আরও পড়ুন: জাগো নিউজের সংবাদ দেখিয়ে যা বললেন ফায়ারের ডিজি

জাগো নিউজকে রনি বলেন, ‘রোজার এই কয়দিন (গত ১১ দিন) বেচা-বিক্রি নাই। সোমবারই ১৬ লাখ টাকার মাল তুলছি। সব নগদ টাকায়। ভেবেছিলাম ১৮-২০ রোজা থেইক্কা মার্কেট জমবো। কিন্তু আমার এ কী সর্বনাশ হইলো। আমার মায়ের জমানো টাকা দিয়া ব্যবসা শুরু করছিলাম। আমার বাপটা বিছানায় পড়া। আর কোনো ইনকাম নাই আমাগো। কে দেখবো এখন আমার ঘর?’

রনি জানান, আশপাশের দোকানিদের সহযোগিতায় ২০ শতাংশ মতো মালামাল উদ্ধার করতে পেরেছেন। বাকি সবই পুড়ে ছাই হয়ে গেছে।

pic-5.jpg

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসাইন বলেন, ‘৬টা বাজে যখন তথন আগুন লাগছে। সেসময় তাদের ডাক দিলে তারা বোতল (আগুন নির্বাপক) নিয়া আসছে আগুন নিভাইতে। কিন্তু আগুন নেভে না। তাদের বলছি পানির গাড়ি নিয়া আসেন। পরে গিয়ে তারা পানি নিয়ে আসছে, সেটারও স্পিড নাই। সারা দেশের ফায়ার সার্ভিসের মেইন অফিস এইখানে, আর এইখানে বলে তাদের পাম্পে পানি নাই।’

আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়েও মালামাল রক্ষা হলো না

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ‘যেইখানে আগুন লাগছে তার উল্টা পাশে ফায়ার সার্ভিসের হেড অফিস, কিন্তু আগুন নিভলো না কেন? পুরাটা পুইড়া ছাই হইয়া গেছে, বিশ্বাস হয়!’

যা বলছে ফায়ার সার্ভিস
তিন কারণে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, পানি সংকট, উৎসুক জনতা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, ওয়াসাসহ অন্যান্য বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।

আরও পড়ুন: কালও দুই লাখ টাকার মাল উঠাইছি, সব শেষ

নিজের মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও দেখিয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখানকার উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখানে এত বেশি ভিড় ছিল যে কোনো জায়গায় গিয়ে আমাদের সদস্যরা কাজ করবেন সেই জায়গাও ছিল না। দ্বিতীয় সমস্যা ছিল পানির স্বল্পতা, আর তৃতীয় সমস্যা হলো বাতাস। বাতাসের কারণে এক জায়গার আগুন আরেক জায়গায় ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের অফিসে হামলা করলো কারা
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলার বিষয়ে জানতে চাইলে মো. মাইন উদ্দিন বলেন, আগুন লাগা মার্কেটটি ও ফায়ার সার্ভিসের অফিস রাস্তার এপাশ-ওপাশ। আমি ফায়ার সার্ভিসের ডিজি হিসেবে বলতে চাই, আমাদের ওপর কেন হামলা হলো? কারা করেছে? এ ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবাজার মার্কেটকে ১০ বার নোটিশ দেয় ফায়ার সার্ভিস
‘বঙ্গবাজার মার্কেটকে খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা’ করা হয়েছিল। এরপর সংশ্লিষ্টদের ১০ বার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা কথা শোনেননি বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আরও পড়ুন: যে ৩ কারণে আগুন নেভাতে দেরি

তিনি বলেন, ২০১৯ সালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বঙ্গমার্কেটটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল। এছাড়া আমরা ব্যানার টানিয়ে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানিয়ে ১০ বার নোটিশ দিয়েছি। আমাদের যা যা করণীয় ছিল সব করেছি। তারপরও এখানে ব্যবসা চলেছে।

দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটি
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

pic-5.jpg

বারবার আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে মঙ্গলবারের একনেক সভার আলোচনায়। এ নিয়ে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি সভা শেষে ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: আমার ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে, নিঃস্ব হয়ে গেছি

একনেক সভার বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, সভায় বঙ্গবাজারে আগুনের বিষয়টি আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। এতগুলো পরিবার ঈদ সামনে রেখে কী করবে, এই ভেবেও প্রধানমন্ত্রী অনেক কষ্ট অনুভব করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার কোনো সহায়তা দেবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আমার পরিষ্কার জানা নেই। তবে আমার মনে হয় কিছু একটা করা হবে।

টিটি/কেএসআর/এমএস

টাইমলাইন

  1. ০৬:০৯ পিএম, ১২ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দুই কোটি টাকা দেবে ডিএসসিসি
  2. ০৫:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুনে ক্ষতি ৩০৩ কোটি টাকা
  3. ০২:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ১
  4. ০১:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩ চৌকি বসিয়ে ব্যবসার সুযোগ দিতে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার
  5. ০৯:০৭ এএম, ১১ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত, আজ প্রতিবেদন দেবে ডিএসসিসির কমিটি
  6. ০১:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২৩ ঈদ ভ্রমণের ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের দিলো আপন জুয়েলার্স
  7. ১২:৫৬ পিএম, ১০ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ব্যবসায়ীদের ৯১ হাজার টাকা দিলেন দুই নারী
  8. ১২:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে বুধবার থেকে চৌকি দিয়ে দোকান বসানো হবে: মালিক সমিতি
  9. ১০:১৮ এএম, ১০ এপ্রিল ২০২৩ আগুনে পোড়া শাড়ি দিয়ে চিত্রকর্ম বানাচ্ছে বিদ্যানন্দ
  10. ০৫:২৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ঈদের আগে ব্যবসায়ীদের সাড়ে ৭ হাজার করে টাকা দেবে জেলা প্রশাসন
  11. ০৪:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ অনুদানের টাকা পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের
  12. ০১:৫৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ লাখ টাকা দিলো ভোক্তা অধিদপ্তর
  13. ০১:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা
  14. ১২:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ব্যবসায়ীদের দুই লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের আলেয়া
  15. ০২:২৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ কুড়িয়ে পাওয়া পোশাকে ছিন্নমূলরাও এখন ‘ব্যবসায়ী’
  16. ০১:৫৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে
  17. ০১:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৩ আজ পরিষ্কার হলে কালই বঙ্গবাজারে বসতে পারবে দোকান
  18. ১১:৫৬ এএম, ০৮ এপ্রিল ২০২৩ ভোক্তা অধিদপ্তরের একদিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে
  19. ১১:০৩ এএম, ০৮ এপ্রিল ২০২৩ পঞ্চম দিনেও পোড়া মার্কেটে উঠছে ধোঁয়া
  20. ১০:১৭ এএম, ০৮ এপ্রিল ২০২৩ জেলা প্রশাসনে তথ্য দিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘ লাইন
  21. ০৯:০৬ এএম, ০৮ এপ্রিল ২০২৩ এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুন
  22. ০১:২৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৩ নিজের দোকানে এসে কান্নায় ভেঙে পড়লেন মোহাম্মদ আলী
  23. ০১:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসে হামলা-গাড়ি ভাঙচুর, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
  24. ১১:১৬ এএম, ০৭ এপ্রিল ২০২৩ পোড়া মার্কেট থেকে চতুর্থ দিনেও উঠছে ধোঁয়া
  25. ০৮:২৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিপুণ
  26. ০৭:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘মালিক তো নিঃস্ব, ঈদে বেতন-বোনাস চাইবো কোন মুখে’
  27. ০৬:২১ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ তালিকায় নাম লেখাতে ক্ষতিগ্রস্তদের উপচেপড়া ভিড়
  28. ০৫:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পাশেই অস্থায়ী বুথ, নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ
  29. ০৫:৪৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আলামত সংগ্রহ করলো সিআইডির ক্রাইম সিন টিম
  30. ০৫:১৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে বিএনপির নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: কাদের
  31. ০৫:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ হামলা-কাজে বাধা দেওয়ার মামলায় ৩ জন রিমান্ডে
  32. ০৩:২২ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ হামলা-কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা
  33. ০১:৩৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘আত্মীয়-স্বজনের ইফতারি-খাওন দিয়া কয়দিন চলুম’
  34. ১২:৩৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ খুলে দেওয়া হয়েছে বঙ্গবাজারের দুপাশের সড়ক
  35. ১২:২৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ ‘ক্ষতিগ্রস্তরা ঈদের আগেই ব্যবসা শুরু করতে পারবেন’
  36. ১২:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনের ঘটনায় জাতীয় সংসদে শোক
  37. ১১:৫০ এএম, ০৬ এপ্রিল ২০২৩ পুলিশের নিয়ন্ত্রণে বঙ্গবাজার, আজও উঠছে ধোঁয়া
  38. ০৯:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন মিম
  39. ০৬:৪৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ
  40. ০৬:১৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী
  41. ০৪:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে
  42. ০৪:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জায়েদ খান
  43. ০৩:১৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ পূর্বেকার পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে নতুন মার্কেট করা হবে
  44. ০৩:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের পোড়া লুঙ্গি এক লাখ টাকায় কিনলেন তাহসান
  45. ০২:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন, কী প্রভাব পড়বে ঈদ বাজারে?
  46. ০১:৫৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে অনুদান দেবেন প্রধানমন্ত্রী: তাপস
  47. ০১:৪৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ আগুন নির্বাপণে এখনো কাজ করছে ১২ ইউনিট: ফায়ার ডিজি
  48. ০১:১০ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছেন এনেক্সকো টাওয়ারের ব্যবসায়ীরা
  49. ১২:৫৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের ঘটনা একটা দুর্ঘটনা: মির্জা আব্বাস
  50. ১২:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৩ কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  51. ১১:২৯ এএম, ০৫ এপ্রিল ২০২৩ প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা
  52. ১০:১৭ এএম, ০৫ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আজও কোথাও কোথাও জ্বলছে আগুন
  53. ০৯:৫২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ শুধু দোকান নয়, পুড়েছে হাজারো পরিবারের স্বপ্ন
  54. ০৮:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ রাতেও মালামাল নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা
  55. ০৮:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ এখনো নেভেনি এনেক্সকো ভবনের আগুন
  56. ০৭:৫৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
  57. ০৭:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ৭ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু
  58. ০৭:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ
  59. ০৭:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঢাকা দক্ষিণ সিটির ৮ সদস্যের তদন্ত কমিটি
  60. ০৭:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘সুষ্ঠু তদন্ত ও গাফিলতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’
  61. ০৭:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ পোড়া কাপড়ের স্তূপে ভালো কাপড় খুঁজছে ছিন্নমূল মানুষ
  62. ০৫:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিএনপির উদ্বেগ
  63. ০৫:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দোকান থেকে বের করে আনা শেষ সম্বলটুকুও হচ্ছে চুরি
  64. ০৫:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ জাগো নিউজের সংবাদ দেখিয়ে যা বললেন ফায়ারের ডিজি
  65. ০৫:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: এফবিসিসিআই-ডিসিসিআই’র দুঃখ প্রকাশ
  66. ০৫:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দোকান মালিকদের বাধায় ঝুঁকিপূর্ণ বঙ্গবাজার ভাঙা যায়নি: তাপস
  67. ০৪:৪২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বৈঠকে বসেছেন মেয়র তাপস ও দুর্যোগ প্রতিমন্ত্রী
  68. ০৪:৩৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুনে আহত ৫ জন ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি
  69. ০৪:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘এখন মাল নিমু কই, জানি না’
  70. ০৪:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ৫টি ওয়াটার ক্যানন ও ২ হাজার পুলিশ কাজ করেছে: আইজিপি
  71. ০৪:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েও মালামাল রক্ষা হলো না
  72. ০৪:০১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বেঁচে যাওয়া শেষ সম্বলটুকু উদ্ধারের চেষ্টায় ব্যবসায়ীরা
  73. ০৩:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ কালও দুই লাখ টাকার মাল উঠাইছি, সব শেষ
  74. ০৩:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘চারটা দোকান শ্যাষ আমগো, নিঃস্ব হয়ে গেছি’
  75. ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ এখনো পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন
  76. ০২:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ উদ্ধারকাজে এলো শিশু-কিশোররাও
  77. ০২:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘মালামাল ঠিক আছে কি না চোখে না দেখলে শান্তি নেই’
  78. ০২:২৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন
  79. ০১:৪৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ যে ৩ কারণে আগুন নেভাতে দেরি
  80. ০১:২২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ পাঁচ থেকে ছয় হাজার দোকান পুড়ে ছাই: মালিক সমিতি
  81. ০১:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ দুই দোকান পুড়ে ছাই, গোডাউনের মাল নিয়ে রাস্তায় হাসান
  82. ০১:১১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
  83. ০১:১০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ছবিতে বঙ্গবাজারের আগুন: ৪ মার্চ, ২০২৩
  84. ১২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের আহত তিন সদস্য শঙ্কামুক্ত
  85. ১২:৪৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘আমার ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে, নিঃস্ব হয়ে গেছি’
  86. ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি
  87. ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ ‘ভাবছিলাম ঈদে ভালো ব্যবসা হবে, আগুনেই সব শেষ’
  88. ১২:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ৬ প্লাটুন আনসার মোতায়েন
  89. ১২:১০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী
  90. ১১:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন পুড়ে ছাই
  91. ১১:৩৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে আগুন
  92. ১১:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন ফায়ার ফাইটাররা
  93. ১১:০৯ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ছে মহানগর শপিং কমপ্লেক্সে
  94. ১১:০৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা
  95. ১১:০৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩ স্মরণকালের ভয়াবহ আগুন বঙ্গবাজারে
  96. ১০:৫৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত
  97. ১০:৫৪ এএম, ০৪ এপ্রিল ২০২৩ যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়
  98. ১০:৫৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ কিছু মালামাল বাঁচানোর আপ্রাণ চেষ্টা
  99. ১০:৪৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ব্যবসায়ী নাঈমের দাবি ‘ষড়যন্ত্র হয়েছে’
  100. ১০:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ সর্বস্বান্ত ওমর ফারুক, দুই হাত তুলে মোনাজাত
  101. ১০:২৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুন ছড়িয়ে পড়তে পারে পুলিশ সদরদপ্তরেও
  102. ১০:২৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিস অফিসে হামলা
  103. ১০:২৫ এএম, ০৪ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ
  104. ১০:১৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি
  105. ০৯:৪৩ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি আগুন
  106. ০৯:৪০ এএম, ০৪ এপ্রিল ২০২৩ হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে বিমানবাহিনী
  107. ০৯:৩৫ এএম, ০৪ এপ্রিল ২০২৩ আগুনের তীব্রতা বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট
  108. ০৯:০৪ এএম, ০৪ এপ্রিল ২০২৩ ঝুঁকি নিয়েই মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা
  109. ০৯:০১ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
  110. ০৮:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ পানির সংকটে ফায়ার সার্ভিস
  111. ০৮:৫২ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই, দিশেহারা ওমর ফারুক
  112. ০৮:২৬ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঘটনাস্থলে সেনাবাহিনী
  113. ০৮:০০ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে আগুন: ঘটনাস্থলে যাচ্ছে ঢাকা ও আশপাশের সব ইউনিট
  114. ০৭:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০২৩ বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট