ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবাজারে আগুন: আহত ৫ দোকান কর্মচারী ঢামেকে

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:২২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করার সময় ৫ জন দোকান কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন— নিলয় (৩৫), শাহীন (৪০), রিপন (৪০), রুবেল (৩২) ও দুলাল মিয়া (৬১)।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করার সময় ৫ জন দোকান কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস