ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘন কুয়াশায় ফ্লাইট বিলম্ব

প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৫ মার্চ ২০১৬

ঘন কুয়াশার কারণে শনিবার সকাল থেকে  দেশের তিন বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট উঠানামায় বিঘ্ন ঘটেছে। এদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মোট ১২টি ফ্লাইটের বিমানবন্দর পৌঁছাতে ও ছেড়ে যেতে বিলম্ব হয়।  
 
বিমানবন্দর  সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ৯টি, চট্টগামের শাহ আমানতে ২টি এবং সিলেট ওসমানী বিমানবন্দরে ১টি ফ্লাইট দেরিতে উঠানামা করেছে।
 
শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলো হচ্ছে, দুবাইগামী এ্যামিরেটস এয়ারলাইন্স, দিল্লীগামী জেট ও ইতিহাদ এয়ারওয়েজ।

air
 
শাহজালালে দেরিতে অবতরণ করা ফ্লাইটগুলো হচ্ছে কোলকাতা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজ, রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, দুবাইয়ের এ্যামিরেটস এয়ারলাইন্স, ফ্লাই দুবাই ফ্লাইট, কোলকাতার জেট এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজের পৃথক দুটি ফ্লাইট।
 
শাহ আমানতে দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি এবং শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট সময়গত অবতরণ করতে পারেনি।
 
এছাড়া সিলেট বিমানবন্দরে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে।  
 
এআর/এএইচ/এমএস

আরও পড়ুন