ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৩

ঢাকা শহরে জনসাধারণের জন্য সবুজ এলাকা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্প। রোববার (২৬ মার্চ) দুপুর ১২টায় ঢাকার জল্লাদখানা স্মৃতিসৌধের বিপরীতে পতিত জমিতে গাছ লাগিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি, শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ ঢাকার মিরপুর-১০-এর জল্লাদখানা বধ্যভূমিতে গাছ লাগানো হয়েছে। জল্লাদখানা বধ্যভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত।

Atik1.jpg

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, ডিএনসিসির তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এবং শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমআইএইচএস/এমএস