ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বোয়ালখালীতে সাত ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৯ মার্চ ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে সাতজন খুচরা ও পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ মার্চ) বিকেলে উপজেলার শাকপুরা বাজার ও গোমদণ্ডী ফুলতল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন।

অভিযানের বিষয়ে তিনি বলেন, অভিযানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ ব্যবসায়ীকে ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে ভেজাল, অবৈধভাবে যাতে মূল্যবৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: চার টাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা

ইকবাল হোসেন/এমএইচআর