কাকরাইলে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীর কাকরাইল মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মো. আব্দুল্লাহ লিমন (৩০) নামের এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দুলাভাই কাজল জানান, আমার শ্যালক নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিল। বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জে ফেরার পথে কাকরাইল মোড় এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অজ্ঞানপার্টির খপ্পরে পুলিশ সদস্য, ঢামেক হাসপাতালে ভর্তি
তিনি আরও জানান, আমার শ্যালকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের কলেজ রোড এলাকায়। তার ব্যাটারির ব্যবসা রয়েছে নারায়ণগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
কাজী আল আমীন/এমএইচআর/এমএস