ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সম্মানজনক বিদায় নিতে পেরেছি, সবার কাছে কৃতজ্ঞ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৩ মার্চ ২০২৩

রাষ্ট্রপতি হিসেবে সাংবাদিকদের সঙ্গে শেষ নৈশভোজ করেছেন মো. আবদুল হামিদ। রোববার (১২ মার্চ) বঙ্গভবনের দরবার হলে এই নৈশভোজ হয়। এসময় তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। দ্বিতীয় মেয়াদে তার অবসরের কথাও বলেন। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আর ৪২ দিন পর আমি জনতার মাঝে ফিরে যাবো। আমার ভালো লাগছে যে আমি সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি। সবার কাছে আমি কৃতজ্ঞ।

jagonews24

আরও পড়ুন: যার প্রেরণায় রাষ্ট্রপতি আবদুল হামিদের পথচলা

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সারাজীবন সততার সঙ্গে রাজনীতি করেছি, ৬৪ বছরের জীবনে সাংবাদিকদের কাছ থেকে আমার জন্য নেগেটিভ কিছু পাইনি। সংবাদকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, হাওর এলাকার কিছুটা পরিবর্তন আনতে পেরেছি। কোনো সরকারের আমলেই ব্যক্তির জন্য কিছু চাইনি। প্রতিটি রাজনীতিবিদ যদি এরকম মন-মানসিকতা পোষণ করেন, তাহলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে।

আরও পড়ুন: দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন

সাংবাদিকদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে রাষ্ট্রপতি বলেন, বরাবরই সাংবাদিকদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। বিশেষ করে আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম এবং শেষে স্পিকারের দায়িত্ব পালন করা পর্যন্ত আপনাদের সঙ্গে আমার খুবই আন্তরিক সম্পর্ক ছিল।

jagonews24

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় পুরো দরবার হল প্রাণোচ্ছল হয়ে ওঠে। ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ছবিও তোলেন। প্রটোকল ডিঙিয়ে জুনিয়র-সিনিয়র সব সাংবাদিকের কাছে গিয়ে হাত মেলান।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা

হাওর এলাকায় এবং ঢাকার নিকুঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের নিমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। খবর: বাসস

জেডএইচ/জিকেএস