ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ এএম, ১২ মার্চ ২০২৩

ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। শনিবার (১১ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন

আইএসপিআর জানায়, চার দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া জাতীয় গলফ দলের কৃতি অ্যামেচার গলফাররা অংশগ্রহণ করেছেন।

jagonews24

টুর্নামেন্টে পুরুষ দলগত ইভেন্টে নেপাল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ‘বি’ টিম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া পুরুষ এককে অস্ট্রেলিয়ার অ্যামেচার গলফার আরব ডি শাহ শিরোপা জয় করেছেন এবং নেপালের সুবাশ তামাং রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

আরও পড়ুন: অর্ধযুগ পর মাঠে নেমে হকিতে ঊষার বড় জয়

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ মহিলা ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং পাকিস্তান মহিলা দল রানার-আপ হয়। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার প্রথম, পাকিস্তানি মহিলা গলফার সানিয়া ওসামা দ্বিতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, ওরিয়ন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জেরিন করিম, ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদুদ্দিন খান (রুমি), টুর্নামেন্টের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি (অব.) কর্নেল মো. শহিদুল হক ও বাংলাদেশ গলফ ফেডারেশনের চিফ কোঅর্ডিনেটর লে. কর্নেল আহসান আজিজ।

টিটি/জেডএইচ/