ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৯ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. ইয়াসিন মিয়া (২৫)।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।

রাতে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইয়াসিন মিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৭ নম্বর শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত ৮টার দিকে তিনি মারা যান।’

আরও পড়ুন>> শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন ৯ জনের কেউই শঙ্কামুক্ত নন

মৃত ইয়াসিন নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশপুর গ্রামের আব্দুল খালেকের সন্তান। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর মধুবাগে বসবাস করতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াসিন সবার ছোট।

ইয়াসিনের মা ঝর্না বেগম জানান, তার ছেলে দুইমাস আগে গুলিস্তানের একটি স্যানিটারি ওয়্যারের দোকানে কাজ নেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন>> ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই: ফায়ার সার্ভিস

বুধবার (৮ মার্চ) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা গেছেন। বাকি আটজন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজন আইসিইউতে।

কাজী আল-আমিন/এএএইচ/জেআইএম