পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ডিজিটাল নথির যাত্রা শুরু
বাংলাদেশ পুলিশের প্রথম ইউনিট হিসেবে ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা করলো স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান স্পেশাল ব্রাঞ্চে ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম ও সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে ‘হ্যালো এসবি’ অ্যাপে
উদ্বোধনের আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও এসবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বঙ্গবন্ধু গ্যালারি, অপরেশনস্ কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডাটা সেন্টার এবং এসবি’র গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সম্বলিত আর্কাইভ পরিদর্শন করেন।
ডিজিটাল নথি ব্যবস্থাপনা উদ্বোধন শেষে সচিব মো. আমিনুল ইসলাম খান এসবি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন: জাতিসংঘ মিশনেও সমুজ্জ্বল ‘দেশের নারী পুলিশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দপ্তর, সংস্থায় ডিজিটাল নথি ব্যবস্থাপনা কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এসবি এ যাত্রা শুরু করলো।
টিটি/জেডএইচ/জিকেএস