যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় কিশোর নিহত
রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
মিরাজ গাজীপুরের কাপাসিয়া থানার বাসিন্দা। বর্তমানে যাত্রাবাডী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
রোববার (৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজের বাবা আকরাম হোসেন জাগো নিউজকে জানান, তিনি পেশায় গাড়িচালক। মিরাজ একটি ওয়ার্কশপে কাজ করে। সকালে রাস্তা পারাপার সময় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় মিরাজ। আহতাবস্থায় তাৎক্ষণিক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কমিশনের খসড়া সুপারিশ: আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
- ২ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ৩ পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম
- ৪ লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা
- ৫ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ