ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ সদরদপ্তর

৭ ধাপে কনস্টেবল নিয়োগ, চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০২ মার্চ ২০২৩

কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন বা ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এই নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণার খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ কথা জানান।

আরও পড়ুন: ভুয়া কাগজপত্র নিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, যুবকের জেল

তিনি বলেন, গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় নিয়োগ কার্যক্রম।

jagonews24

নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে সাত ধাপে সম্পন্ন হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যেতে পারে।

আরও পড়ুন: কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এসপির সই জাল করে প্রতারণা

এআইজি মনজুর রহমান আরও বলেন, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

আরও পড়ুন: কনস্টেবল নিয়োগ: যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সদরদপ্তরের নির্দেশনা

তিনি বলেন, প্রতারকচক্র থেকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

টিটি/জেডএইচ/জিকেএস