ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রামপুরায় দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় আটক ৩

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০১ মার্চ ২০১৬

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় ক্যান্ট চাইনিজ রেস্তোরাঁর তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই চাইনিজ রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন ক্যান্ট চাইনিজ রেস্তোরাঁর ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ, বাবুর্চি আসাদুজ্জামান রনি ও বাবুর্চির সহকারী আতাউর রহমান।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, এই চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার গতকাল সোমবার দুপুরে গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ে নুসরাত আমান (১২) ও আলভী আমান (৬)। এরপর তারা আর জেগে ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এআর/এআরএস/এমএস