ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজউক

ভবন নির্মাণ-ছাড়পত্র অনুমোদন সংশোধনের আবেদন শেষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) রিসাব-মিট স্টেজে তথ্য, কাগজপত্র বা সংশোধিত নকশা জমা দেওয়ার সময় শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আর প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র, সংশোধিত নকশা, ফি রিসাব-মিট করা যাবে না।

রাজউকের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ইমারত নির্মাণ অনুমোদন, বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন আবেদন ২০১৯ সালের ২ মে থেকে অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে। অনলাইনে উল্লিখিত কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রয়োজনীয় তথ্য/কাগজপত্র/সংশোধিত নকশা দাখিলের জন্য অনলাইনে রাজউক থেকে সেবাগ্রহীতার আইডিতে পাঠানো হয়েছে।

রিসাব-মিট স্টেজে যেসব আবেদন আবেদনকারীর আইডিতে তথ্য/কাগজপত্র/সংশোধিত নকশা দাখিলের জন্য পেন্ডিং আছে এবং যেসব আবেদনের রিসাব-মিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের রিসাব-মিটের মেয়াদ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছিল। আজকের মধ্যে যারা কাজগুলো করতে পারেননি, তাদের আর রিসাব-মিটের মেয়াদ বাড়ানো হবে না।

ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন,অপসারণ ও সংরক্ষণ) বিধিমালা, ২০০৮ বিধি-১৪ (২) অনুসারে আবেদনটি বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) এর প্রকৌশলী মো. মোবারক হোসেন।

এমএমএ/এএএইচ/এমএস