যাত্রাবাড়ীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে শাওন (২৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মীর হাজিরবাগ আবু হাজী স্কুল গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কে বা কারা শাওনকে হত্যা করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ। নিহত শাওন মীর হাজিরবাগের ২০/১ এক নম্বর বাসায় থাকতেন।
আরও পড়ুন: নিজেদের প্রাইভেটকারে মিললো শিক্ষক দম্পতির মরদেহ
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরগুল হাসান সোহাগ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এসআই বলেন, আমাদের ধারণা কোনো অজ্ঞাত দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: মরদেহ থেকে তৈরি হবে জৈব সার, নিউইয়র্কের অনুমোদন
তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান যাত্রাবাড়ী থানার এসআই।
কাজী আল আমিন/জেডএইচ/