পররাষ্ট্র সচিব
যুক্তরাষ্ট্রের বার্মা আইন আঞ্চলিক সহিংসতায় ভূমিকা রাখবে না
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আমাদের আশ্বস্ত করেছে যে, তাদের বহু আলোচিত বার্মা আইন বাংলাদেশে প্রভাবিত করে এমন কোনো আঞ্চলিক সহিংসতায় ভূমিকা রাখবে না।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাসুদ বলেন, তারা (মার্কিন পক্ষ) বার্মা আইনের কথা উল্লেখ করেছে এবং আমাদের আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না, যা এমন কোনো সহিংসতায় অবদান রাখবে এবং যা এই অঞ্চলে মোটেই কাঙ্খিত নয়।
তিনি বলেন, আমরা বলেছিলাম যে কিছু বিষয় আছে তা দেখার জন্য, যেন আর কোনো অস্থিরতা না হয়। তারা (মার্কিন পক্ষ) আমাদের আশ্বস্ত করেছে যে, সেখানে (মিয়ানমারে) গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে তাদের প্রচেষ্টা থাকবে।
পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রও বার্মা আইন নিয়ে ঢাকাকে কোনো প্রস্তাব দেয়নি।
তিনি আরও বলেন, ভাষানচরে মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে আরও বেশি রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শোলে বলেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত কাজ করছে ও বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছে। আমরা জানি, বাংলাদেশ মিয়ানমার থেকে এক মিলিয়নেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতিদিন কাজ করছি, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু এ সংকট মোকাবিলার মূল কারণ মিয়ানমারে অভ্যন্তরে।