ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোস্তাফা জব্বার

সব গ্রামে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

দেশের প্রতিটি গ্রামে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ কথা জানান তিনি। ‘স্মার্ট কানেক্টিভিটি ফর স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এই সেমিনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলোজি রিপোর্টার্স নেটওয়ার্ক (টিআরএনবি)।

আরও পড়ুন: ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১৯৫তম, ডাটায় ১৩০

সেমিনারে মন্ত্রী বলেন, আমরা দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিয়েছি। দেশের প্রতিটি গ্রামে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।

ডিজিটাল সংযুক্তি প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিক বিবর্তন। ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ইন্টারনেট প্রসারের পাশাপাশি ডিজিটাল কনটেন্টের প্রয়োজনীয়তা অপরিহার্য। অন্যথায় নতুন প্রজন্ম নিজস্ব সংস্কৃতি ভুলে যাবে।

আরও পড়ুন: বাংলাদেশে ইন্টারনেট কেন এত ব্যয়বহুল, জানেন না সচিব

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল কনটেন্টে যতক্ষণ পর্যন্ত দেশীয় সংস্কৃতি যুক্ত না হবে, বিপদের সম্ভাবনা তত বাড়তেই থাকবে। স্মার্ট বাংলাদেশের বড় চ্যালেঞ্জের নাম হবে ‘ডিজিটাল নিরাপত্তা’।

মন্ত্রী আরও বলেন, ইন্টারনেটে কনটেন্ট ফিল্টারিংয়ের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই অবস্থাটা আগামীতে আরও ভয়ংকর হবে। সেটা মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন: ইন্টারনেট ফাস্ট করতে সেটিংসে যেসব পরিবর্তন আনবেন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, কম্পিউটার ব্যবসায়ীরা ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে দিয়েছেন। চাহিদা সৃষ্টি করেছেন। আপনাদেরও গ্রামে গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে হবে।

সেমিনারে এমটবের সাবেক মহাসচিব টিআইএম নূরুল কবির স্মার্ট সমাজ, সরকার ও সেবার নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোকপাত করেন।

টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় সেমিনারে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, পুলিশের ডিআইজি হায়দার আলী খান, এমটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম ফারহাদ, আইএসপিএবির সভাপতি এমদাদুল হক প্রমুখ বক্তৃতা করেন।

এইচএস/জেডএইচ/জেআইএম