ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা মামলায় যাবজ্জীবন সাজা, ১৭ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ১৭ বছর পর মো. মাসুম (৪৮) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আরও পড়ুন>> প্রবাসীর স্ত্রীকে ৪ বছর ধরে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

তিনি বলেন, গ্রেফতার মাসুমের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ২০০২ সালের একটি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে জীবনযাপন করে আসছিলেন।

আরও পড়ুন>> আদালতের হাজতখানায় ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে!

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরএসএম/ইএ/জেআইএম