ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাঁশখালীতে ভূমি অফিসের তিন দালাল আটক, জরিমানা-মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে তিন দালালকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

দণ্ডিত দালালরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে বাহাদুর (৩৬) এবং বৈলছড়ি গ্রামের মৃত শফিউল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৬৮)।

আরও পড়ুন: দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রোববার দুপুরে তিন দালালকে আটক ও জরিমানা করা হয়। সামাজিক বিচার বিশ্লেষণে প্রথমবার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম