দালাল ধরতে চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান
দালালের মাধ্যমে ঘুস লেনদেনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।
মূলত কাস্টমসের শুল্কায়ন প্রক্রিয়ায় ঘুস লেনদেনের অভিযোগ অনুসন্ধানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক।
আরও পড়ুন: ২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
তিনি বলেন, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালানো হয়। সকাল থেকে ছদ্মবেশে অভিযান চালিয়ে শুল্কায়ন প্রক্রিয়া অবলোকন করা হয়। এসময় ঘুস লেনদেনের বিষয়ে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা রয়েছে।
অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে এখানে ঘুস লেনদেন হয় বলে জানান দুদক কর্মকর্তা।
আরও পড়ুন: অফিস ফাঁকির অভিযোগে দুই কাস্টমস কর্মকর্তাকে শোকজ
তিনি বলেন, কাস্টমসের রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি দেখা গেছে। অভিযোগের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
ইকবাল হোসেন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ দুঃখ প্রকাশ করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সারজিস আলম
- ২ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ৩ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৪ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস