বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প
বজ্রপাত থেকে কৃষকের জানমাল রক্ষায় প্রায় এক হাজার কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ওই প্রকল্পের আওতায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। বজ্রপাতপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর প্রতি গুরুত্বারোপ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বজ্রপাত নিরোধক প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় সারাদেশে মাটির রাস্তা টেকসই কারার লক্ষ্যে ওই প্রকল্পের মূল কাঁচামাল ইট সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকল্প গ্রহণ ও মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে অধিক প্রয়োজনীয় প্রকল্পে গুরুত্বরোপ করার পরামর্শ দেয় কমিটি।
বৈঠকে মুজিব কিল্লা নির্মাণের ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্যোগপ্রবণ এলাকা নির্বাচন করার কথা বলা হয়। এসব কিল্লা রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহে সেগুলোকে সামাজিক কর্মকাণ্ডে ভাড়া দিয়ে তহবিল গঠনের সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের জনবল নিয়োগের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান করে বেকার সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, হুইপ পঞ্চানন বিশ্বাস, মো. আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং ও কানিজ সুলতানা উপস্থিত ছিলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
এইচএস/কেএসআর/এএসএম