চট্টগ্রামের কর্ণফুলী
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৯২ হাইড্রোলিক হর্ন জব্দ, ৩৯ মামলা
শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে ৯২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী থানার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কোরিয়ান ইপিজেডের সামনে চলে এ অভিযান।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার ও অঞ্চল কার্যালয়ের এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।
আরও পড়ুন: হর্ন বাজানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচালককে জরিমানা
এসময় শব্দদূষণের অপরাধে ৩৯ মামলায় জরিমানা আদায় করা হয় ৪৭ হাজার ৯০০ টাকা।
গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান বলেন, শব্দদূষণ বন্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। সোমবার সকাল থেকে কর্ণফুলী থানার কোরিয়ান ইপিজেডের সম্মুখে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বাস-ট্রাক থেকে ৯২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম