নারায়ণগঞ্জে পাঁচ কোটি টাকার গার্মেন্টস পণ্যসহ গ্রেফতার ৭
পাঁচ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় চোরাই মালামালবোঝাই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
র্যাব-৪-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য জব্দ করা হয়। এসময় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মিরপুরে র্যাব-৪-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
টিটি/এএএইচ/এএসএম