লালবাগে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর লালবাগে ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে মো. কায়েস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানা লিটন জানান, তার নাতি কায়েস বিকেলে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কায়েসের বাবার নাম মো. দেলোয়ার হোসেন। সে রহমতুল্লাহ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। লালবাগের নবাবগঞ্জের বড় মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো কায়েস।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএএইচ/জিকেএস