ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হত্যার পর মরদেহ গুমের চেষ্টা, আড়াই বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

২০২০ সালের ৫ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ’র ভাসমান ডকইয়ার্ডের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ঘটনার আড়াই বছর পর হত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলার আসামি করিম ওরফে ডালিমকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর পল্টন থানা এলাকার পল্টন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, ২০২০ সালের ৫ জুলাই হাসনাবাদ নৌ-পুলিশ ফাড়ির একটি দল বুড়িগঙ্গা নদীতে টহল ডিউটি করছিল। এ সময় খবর পেয়ে পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পাশে বিআইডব্লিউটিএ’র ভাসমান ডকইয়ার্ডের পাশে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে। নৌ-পুলিশের ধারণা, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়।

এই ঘটনায় র‌্যাবের অভিযানের বিষয়ে জানানো হয়, রোববার (২২ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় অভিযান চালায়। অভিযানে অজ্ঞাতপরিচয় ব্যক্তি যার বিষয়ে পরে জানা যায় তিনি আসলাম ওরফে আসলাম শেখকে (৩৫) হত্যার ঘটনায় তদন্তে উঠে আসা আসামি করিম ওরফে ডালিমকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরএসএম/কেএসআর/এমএস