ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনির্দিষ্টকাল ইভিএমের জন্য অপেক্ষা নয়: ইসি আনিছুর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না। ফেব্রুয়ারির ১ তারিখে কয়েকটি সংসদীয় আসনে উপ-নির্বাচন আছে। তারপর বসে কত আসনে ব্যালট আর কত আসনে ইভিএম ব্যবহার করা হবে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ইভিএমের নতুন প্রকল্প পাশ হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনি বলা যাবে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলোর কিউসি করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচএস/এমআইএইচএস/জিকেএস