ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ভিক্টর বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় বাসটির অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

রোববার (২২ জানুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক  (এসআই) মো. বজলুর রহমান।

আরও পড়ুন: ভিক্টর বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নিহত

তিনি বলেন, ভিক্টর পরিবহনের বাসটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। তিনি নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেছে।

আরও পড়ুন: দুই ঘণ্টা পর বিমানবন্দর সড়কে যানচলাচল স্বাভাবিক

এসআই বজলুর রহমান বলেন, এখনো বাসচালক ও হেলপারের পরিচয় নিশ্চিত না হওয়ায় মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

আরএসএম/আরএডি