ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিজ্ঞান জাদুঘরে বিনামূল্যে শিক্ষার্থীদের সফর, সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৭ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নরসিংদীর ৮৭ জন শিক্ষার্থীকে বিনামূল্যে পরিদর্শন ও বিজ্ঞান শিক্ষার সুযোগ দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এ প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনাও দেওয়া হয়।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বিজ্ঞান শিক্ষার সুবিধাভুক্ত করার জন্য ধনী, দরিদ্র বা উন্নত-অনুন্নত এলাকা নির্বিশেষে সর্বত্র বিজ্ঞান শিক্ষার সুযোগ সৃষ্টি করছে বিজ্ঞান জাদুঘর। এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে এবং সংবিধানে বর্ণিত সমতা ও সাম্যের চেতনা রূপায়িত হবে।

জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে ক্যালকুলেটরসহ উপহার সামগ্রী দেওয়া হয়।

এমওএস/এমএইচআর