ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রোববার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, শনিবার (১৪ জানুয়ারি) সিরাজদিখানের চর গুলগুলিয়া এলাকা থেকে প্রতারণা মামলার আসামি মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলার রুজুর খবর পাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মোক্তার। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।

মোক্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরএসএম/আরএডি/জেআইএম