ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩৫তম বিসিএসের দ্বিতীয় দফার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

৩৫ বিসিএসের দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ থেকে ২১ মার্চ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার কমিশনের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়।

কমিশনের ওয়েবসাইটে বলা হয়, শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন চাকরিপ্রত্যাশী। এরপর গত ৩১ জানুয়ারি প্রথম দফার মৌখিক পরীক্ষা শুরু হয়, যা ৩ মার্চ পর্যন্ত চলবে।

কমিশনের ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

জেএইচ/এবিএস