বৃহস্পতিবারের ভয়াবহ যানজটের পর শুক্রবার ফাঁকা সড়ক
গত দুদিন রাজধানীর উত্তরা, বিমানবন্দর ও টঙ্গী এলাকাসহ এর আশপাশের সড়কে যানজট ছিল বেশ। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েছিলেন বেশ বিপাকে। যানজটের কারণে তাদের অনেকরই ফ্লাইট মিস হয়েছে।
তবে শুক্রবার (১৩ জানুয়ারি) বিমানবন্দর সড়কের চিত্র গেছে পাল্টে। এখানে নেই যানজট। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। অন্যান্য শুক্রবার রাস্তায় যে ছুটির আমেজ থাকে তাই বিরাজ করছে আজ। বিমানবন্দর এলাকায় যানজট না থাকায় মহাখালী, উত্তরা, বনানী ও প্রগতি সরণিতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত দুদিন, বিশেষ করে বৃহস্পতিবার ঢাকার এসব সড়কে ছিল ভয়াবহ যানজট। কারণ এসময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে হাজার হাজার মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে। ফলে সড়কে ছিল যানবাহনের চাপ। তবে শুক্রবার সকাল থেকে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যে অবস্থায় বিমানবন্দর সড়ক ও এসব এলাকায় যানবাহন চলাচল করে আজও একই অবস্থায় রয়েছে। রাস্তায় খুব বেশি যান নেই, মানুষের উপস্থিতিও কম।
আরও পড়ুন: গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের জন্য নির্দেশনা
সকালে প্রগতি সরণি হয়ে অনাবিল পরিবহনের একটি বাসে করে বিমানবন্দর সড়কে যান মো. আবুল কালাম। তিনি বলেন, ব্যক্তিগত কাজে বিমানবন্দর এলাকায় এসেছি। গতকালের যানজটের খবর শুনে ভয়ে ছিলাম। কিন্তু আজ রাস্তা ফাঁকা।
গতকাল যানজটে স্থবির হয়ে পড়েছিল ঢাকার সড়কগুলো
সোহরাব হাসান নামে এক বিদেশগামী যাত্রী বলেন, আজ বেলা সাড়ে ১১টায় আমার ফ্লাইট। গতকালের যানজটের খবরে ভয়ে ছিলাম। তাই আজ সকাল ৮টায় বাড্ডা থেকে রওনা হই। তবে মাত্র ৩০ মিনিটে বিমানবন্দরে চলে আসি। শুক্রবার যেমন রাস্তা ফাঁকা থাকে আজও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন: গাজীপুরের ৩ সড়কে যান চলাচল সীমিত
রাজধানীর যাত্রাবাড়ী থেকে উত্তরা দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী রাইদা পরিবাহনের বাসচালক সাইফুল বলেন, গতকালের মতো কোনো যানজট উত্তরা পর্যন্ত দেখেনি। রাস্তায় স্বাভাবিক দিনের মতো গাড়ি চলছে। শুক্রবার হওয়াতে যাত্রী যেমন কম, তেমন গাড়ি কম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বনানী, প্রগতি সরণি, বিমানবন্দর ও উত্তরা এলাকায় কোনো যানজট নেই। তবে দুপুরের পর কিছুটা যানবাহনের চাপ হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে।
আরও পড়ুন: আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শুরু
ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, গত দুদিন ধরে দেশ-বিদেশের মানুষ বিশ্ব ইজতেমার মাঠে গিয়েছিলেন। ফলে রাস্তায় মানুষের চাপের সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়ে গিয়েছিল। এতে করে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, যেহেতু আজ থেকে বিশ্ব ইজতেমা শুরু, সেহেতু লোকজনের যাতায়াত এখন ওইদিকে গত দুদিনের মতো নেই। ফলে আজকে পরিস্থিতি স্বাভাবিক।
টিটি/জেডএইচ/জিকেএস