ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

আফ্রিকা সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার (৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করতে যাচ্ছেন তিনি।

ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: কোন পথে বাংলাদেশ-চীন সম্পর্ক!

সূত্র জানায়, কিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি পথিমধ্যে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি সংক্ষিপ্ত বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফ্রিকার ৫ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন কিন গ্যাং। ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি দেশগুলো সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেন কিন গ্যাং।

কেএসআর/