ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এটিএম জালিয়াতি : চার আসামির ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় রোববার রাতে এক বিদেশি এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, তাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে সোমবার ভোর হয়ে গিয়েছিল। আমরা অধিকতর জিজ্ঞাসাবাদ করতে পারি নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে কাছে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

এর আগে রোববার রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে জার্মানির নাগরিক পিওটর সাজেপের মাজুরেক ও সিটি ব্যাংকের কার্ড ডিভিশনে বিভাগের তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

এআর/জেএইচ/পিআর