ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, নানা আইন-কানুনে বস্তুগত সম্পদের মালিকানাটা নিজের রাখতে পারছি। কিন্তু মেধাস্বত্ব আমরা এখনও নিজের করে রাখার ব্যাপারে যত্নশীল না। কপিরাইটের ব্যাপারে নিজেদের অনেক অনাগ্রহ লক্ষ্য করছি। এ থেকে বেরিয়ে আসতে হবে।

উদ্ভাবন ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইনোভেশন সংরক্ষণের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে রবি আজিয়াটার প্রধান কার্যালয়ে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। রবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, মেধা সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্টদের হয়রানি কমাতে এবং আগ্রহ বাড়াতে সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় নয়, একক আইপি অফিস থাকা উচিত। যেখানে এক সঙ্গে কপিরাইট ও প্যাটেন্ট সনদ নেওয়া যাবে।

তিনি আরও বলেন, মনুষ্য সৃষ্ট মেধাস্বত্ব দিচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল মেধার অনুমোদন নেই। এই জায়গায়ও কাজ করা জরুরি। কপিরাইট আইন এখন সংশোধন হচ্ছে।

মোস্তফা জব্বার বলেন, মানুষ এবং যন্ত্র দুটোর সমন্বয় করেই পঞ্চম শিল্প বিপ্লব সামলে নিতে হবে। মানুষের উদ্ভাবনী ক্ষমতাকেই অগ্রগণ্য খাত ধরা হবে। তবে যন্ত্রের সক্ষমতাকেও গুরুত্ব দিতে হবে।

এমওএস/জেডএইচ/