ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুর থেকে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করছে পুলিশ

প্রকাশিত: ১০:৩৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করছে পুলিশ। শনিবার দুপুর থেকে ধাপে ধাপে এগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। শুক্রবার রাতে আটককৃত দুই জঙ্গিকে নিয়ে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জাগো নিউজকে জানান, দুপুর ১টার পর থেকে বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু হয়েছে। বিকেল সোয়া ৪টা পর্যন্ত এই কাজ চলমান রয়েছে। সেখানে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মনিরুল ইসলাম উপস্থিত রয়েছেন।

এরআগে শুক্রবার রাতে বাড্ডায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের নিয়ে পরিচালিত অভিযানেই রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে বোমা উদ্ধার করা হয়।

বাড্ডার অভিযান চালানোর সময় জঙ্গিদের ছুরিকাঘাতে ডিবির এক ইন্সপেক্টর গুরুতর আহত হন। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এআর/এনএফ/আরআইপি