ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জব্বারের মামলার রায় যে কোনো দিন

প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের পলাতক আসামি ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান অবস্থায় সিএভিতে রেখে দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি এ আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের বিষয়ে যুক্তি পেশ করেন।

প্রসিকিউশনের শেষ ও ২৪তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনকে আসামিপক্ষের জেরা শেষ করার মধ্য দিয়ে গত ১৭ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। জব্বারের বিরুদ্ধে চলতি বছরের ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।