এটিএম জালিয়াতি : জড়িত সন্দেহে এক বিদেশি আটক
সম্প্রতি কয়েকটি ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত সন্দেহে এক বিদেশি নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানী থেকে ওই বিদেশিকে আটক করা হয়। তবে আটক ওই বিদেশির নাম-পরিচয় জানানো হয়নি।
ডিবির একটি দায়িত্বশীল সূত্র এতথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি কয়েকটি ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় বনানী থানায় দায়েরকৃত একটি মামলার তদন্ত করা হচ্ছে।
ওই বিদেশি নাগরিককে আটকের পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।
এটিএম বুথের জালিয়াতিতে বিদেশি জড়িত থাকার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অপরাধের সঙ্গে আফ্রিকান নাগরিকদের জড়িত থাকার প্রমাণ অনেক আগেই পাওয়া গেছে। অনেককে দেশে ফেরত পাঠানো হলেও আইনগত কারণে অনেককে পাঠানো যাইনি। পরে তারা জামিনে বের হয়ে আবারো বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।’
এটিএম বুথের কারসাজিতে কোনো বিদেশি জড়িত থাকলে বিষয়টি বেরিয়ে আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরো অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেয়া হয়েছে।
বিষয়টি জানাজানি হলে ইবিএলসহ একাধিক ব্যাংক এটিএম সেবা বন্ধ রাখে। অনেক ব্যাংক টাকা উত্তোলনের পরিমাণ কমিয়ে আনে। এতে বুথ থেকে টাকা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।
জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম