সাগর-রুনি হত্যা মামলায় জামিন পেলেন তানভীর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
এর আগে নিম্ন আদালত ও হাইকোর্টে বেশ কয়েকবার তানভীর রহমানের জামিন আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজা বাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।
এ চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত শুরু করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই মাস পর হাইকোর্টের নির্দেশে তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।