দুই জঙ্গিকে দ্রুত গ্রেফতারে সক্ষম হবো: আসাদুজ্জামান
পুলিশের চোখে স্প্রে করে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হবে বলে আশা করছেন পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান।
রোববার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এর আগে রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়।
আসাদুজ্জামান বলেন, এই দুই জঙ্গির আজ কোর্টে হাজিরা ছিল। হাজিরা শেষে গারদখানায় নেওয়ার পথে দায়িত্বরত দুই পুলিশের চোখে স্প্রে করে দুজনকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। এরপর তাদের গ্রেফতারের পুরো শহরে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে পারবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।
এদিকে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২০ নভেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ছিনিয়ে নেওয়ার পর পরই তাদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। আশা করি শিগগির তারা ধরা পড়বে।
এমএমএ/এমএইচআর/জিকেএস