ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালত প্রাঙ্গণ থেকে পালানো দুই জঙ্গিকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েছেন জঙ্গিরা।

রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের মাধ্যমে দুই জঙ্গির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের আনা হয়েছিল, কোর্ট হাজতে তাদের রাখা হয়েছে, তাদের ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করার পর আবার নির্দিষ্ট রুমে নিয়ে যাচ্ছিল, তখন আমরা জানলাম যে পুলিশরা তাদের দায়িত্বে ছিলেন তাদের কেমিক্যাল ছুড়ে পেপার স্পে নামে একটা কেমিক্যাল আছে সেটা ছুড়ে তাদের অজ্ঞান করে কয়েকজন তাদের সমর্থকদের নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিলো জঙ্গিরা

তিনি বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে, তাদের খুব শিগগির ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আমরা বর্ডার এলাকাগুলোতেও বলে দিয়েছি, তারা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে।

‘এ ঘটনাটি দুঃখজনক। আমরা মনে করি যদি কারও অবহেলা থাকে, যদি কারও গাফিলতি থাকে যদি কেউ ইচ্ছা করে এ কাজটি ঘটিয়ে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করবো।’

আসাদুজ্জামান খান বলেন, এটা নিয়ে নিশ্চয়ই আমরা তদন্ত কমিটি করবো। সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সচিব, কারা মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সবাই এটা নিয়ে মিটিং করছেন। আমরা খুব সহসাই পরবর্তী নির্দেশনা জানাবো।

আরও পড়ুন: দুই জঙ্গি লাপাত্তা: সারাদেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ 

তিনি বলেন, তদন্তের পরই আমরা বলতে পারবো কী স্প্রে দিয়েছে, কারা কারা দিয়েছে। আরেকটু সময় লাগবে। আমরা তদন্তের পর আপনাদের জানাবো।

এ ঘটনা অ্যালার্মিং কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা সব জিনিসই সিরিয়াসলি দেখি। আমরা সিরিয়াসলি দেখি বলেই অনেক জিনিস কন্ট্রোলে নিয়ে এসেছি। জঙ্গির উত্থান হয়েছিল, জঙ্গির উত্থানও আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি। হাইকোর্টের নির্দেশনা আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও আদালতে আসলে ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ (হাতকড়া) খুলে দিতে হবে। সেই অনুযায়ী তারা সেখানে গিয়েছিলেন। কোন ফাঁক-ফোঁকরে ঘটনাটি ঘটেছে, তদন্তের আগে বলতে পারবো না।

আরও পড়ুন: দুই জঙ্গি ছিনতাই: রাজধানীতে রেড অ্যালার্ট 

‘কারও কোনো গাফিলতি ছিল কি না, কেউ এর সঙ্গে জড়িত কি না সবকিছু আমরা দেখছি। কাউকে ছাড় দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না।’ যোগ করেন মন্ত্রী।

আদালতের মতো একটি স্থানে এমন ঘটনা ঘটলো- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোর্টের নিরাপত্তা নিয়ে তো এর আগে প্রশ্ন ওঠেনি। সবসময় তো এ রকমভাবেই চলে আসছে।

আরএমএম/এমএইচআর/জিকেএস/ইএ

টাইমলাইন

  1. ০৫:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই মামলায় আত্মসমর্পণের পর রিমান্ডে ঈদী আমিন
  2. ০৩:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০২২ আদালত থেকে জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ বরখাস্ত
  3. ০৪:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২২ সেদিন রিজার্ভ পুলিশ রিকুইজিশন দেওয়া হলো না কেন?
  4. ০৫:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেফতার
  5. ০২:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: তদন্তে আরও সময় চাইবে কমিটি
  6. ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ধরতে অভিযানে র‌্যাবের সব ইউনিট
  7. ০১:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, যে কোনো সময় গ্রেফতার
  8. ১২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২২ ৪ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মিশনে অংশ নেয় ১৮ জন
  9. ১১:২৯ এএম, ২১ নভেম্বর ২০২২ পুলিশের মুখে স্প্রে করে আসামি ছিনতাই: মামলার তদন্তে সিটিটিসি
  10. ০৯:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২২ ফিল্মি স্টাইলে জঙ্গি ছিনতাই, ২০১৪ সালের পুনরাবৃত্তি
  11. ০৭:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা
  12. ০৬:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্যকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি
  13. ০৫:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি
  14. ০৪:৫৪ পিএম, ২০ নভেম্বর ২০২২ যেভাবে মোটরসাইকেলে চম্পট দুই জঙ্গি, দেখুন সিসিটিভি ফুটেজে
  15. ০৪:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আদালতের গেটে নেই সিসি ক্যামেরা!
  16. ০৪:২২ পিএম, ২০ নভেম্বর ২০২২ রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ
  17. ০৪:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
  18. ০৩:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা
  19. ০৩:৪০ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: রাজধানীতে রেড অ্যালার্ট
  20. ০৩:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ মোটরসাইকেলে চড়ে চম্পট দুই জঙ্গি, ধরতে মোড়ে মোড়ে চেকপোস্ট