ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়সসীমা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সরকারি চাকরিতে নিয়োগে সব্বোর্চ বয়স ৩০ বছর নির্ধারিত থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স উল্লেখ নেই। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়স নির্ধারণের চিন্তা-ভাবনা করছে সরকার। প্রস্তাবিত এমপিও নীতিমালায় এটি সংযুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স ৩০ বছর নির্ধারিত থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নির্ধারিত কোনো বয়স নেই। তবে অবসরের জন্য ৬০ বছর নির্ধারণ করা আছে। চাকরিতে প্রবেশে বয়স নির্ধারিত না থাকায় অবসরের জন্য নির্ধারিত বয়সের আগে যে কেউ চাকরি নিতে পারে।

এই অসঙ্গতি দূর করার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স ৩৫ করার চিন্তা-ভাবনা চলছে। আর এটি এমপিও নীতিমালা চূড়ান্তকরণ কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) রুহী রহমান জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমপিও নীতিমালা আধুনিকায়ন ও যুগোপযোগী করার কাজ চলছে। তাতেই শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারণের চিন্তা-ভাবনা আছে।

এনএম/আরএস/এমএস

আরও পড়ুন